Monday, November 17, 2025

জাগো জাগো বাঙালি জাগো

 জাগো জাগো বাঙালি জাগো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************************

জাগো জাগো বাঙালি জাগো!
অন্ধকার ভাঙো, চেতনার আগুন জ্বালাও।
দমনের শৃঙ্খল ছিন্ন করো আজই,
মুক্তির দীপ উঁচু করো সর্বত্র বাজাও।

মুক্তিযুদ্ধকে যারা মুছে দিতে চায়,
ষড়যন্ত্র ভাঙো, চিৎকার তুলো তাপে।
রক্তের স্বাক্ষী গর্জাক শোরে,
বাঙালির হৃদয়ে জ্বালো বিদ্রোহের ঢেউ।

মুক্তিযোদ্ধার অপমান সহ্য নয়,
সিংহের মতো দাঁড়াও দৃঢ়ভাবে।
ন্যায়ের তলোয়ার হাতে ধরো,
অপরাধীর মুখে ঢেলে দাও ভয়।

জাতীয় সংগীত চুরি করতে চায় কেউ,
তাদের নীরবতা ভাঙো শোরে।
পতাকা উঁচু করো, গান বাজাও,
স্বাধীনতার রক্তে লেখা সুরে।

বিচারের নামে প্রহসনের মঞ্চ,
সত্যের শিখা উঁচু করো তাপে।
দমন নয়, বিদ্রোহের ঢেউ জ্বালো,
ঘুম ভাঙাও, জাগো বাঙালির দেশে।

উগ্রবাদের অন্ধকার জোয়ার দমাও,
চেতনার ঢেউ তোলো, আগুন জ্বালো।
দেশদ্রোহীর প্রশ্রয়, নীরবতার ছায়া,
চিৎকার করো—“না! ব্যর্থ হবে ষড়যন্ত্র।”

গণতন্ত্রের কবর খোঁড়া হয়েছে,
তবু পতাকা উঁচু করো দৃঢ়ভাবে।
সত্যের দীপ জ্বালাও অমলচঞ্চল,
অন্ধকার সরাও, মুক্তির পথে দাঁড়াও।

ফ্যাসিবাদের শিরে দাঁড়াও,
বিদ্রোহী হৃদয়ে আগুন জ্বালাও।
লুট ও তরাজের লোভী খেলায়,
চেতনার তলোয়ার হাতে ধরো, জাগো, জাগো!

জাগো! জাগো! বাঙালি জাগো!
আকাশে বাজুক বীরের চিৎকার।
পৃথিবীতে নেমে আসুক লড়াই,
দমন নয়—আজকের দিন হোক জাগ্রত।

নীরবতা ভাঙো, স্বাধীনতার গান,
প্রতিটি শ্বাসে জ্বালো বিদ্রোহের ধ্বনি।
রক্তের পতাকা উঁচু করো,
বাঙালির স্বাধীনতা জাগুক সর্বত্র অনন্ত।
-------------------------------------------


১৭-১১-২০২৫

No comments:

Post a Comment