মুমিনের গর্জন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
জাগো হে জাগো মুমিন!
আজ তোর বুকে বাজুক তাওহিদের বজ্র-চাবুক!
পাপের দুর্গ আজ ভেঙে দে—
তুই তো আল্লাহর আরশকাঁপানো শক্তি-অভিব্যক্ত!
বাতিলের সিংহাসন আজ
তোর দৃষ্টিতে ধুলার ঢিবি—
গর্জে ওঠো!
লা গালিবা ইল্লাল্লাহ—
এই ধ্বনিতে আসমান-যমীন হোক দুলাধুলি!
নবীর প্রেম তোর রূহে যখন ফেটে পড়ে আগুন হয়ে,
তুই তখন রণতূর্য— তুই হকের ঝড়—
তুই অদম্য, অকুতোভয়, দীপ্ত নূর-অসুর!
জিহ্বায় তোর তওবাহর শিখা,
বুকে তোর তাকওয়ার ঢাল,
বাতিলের মুখোমুখি তুই
দাঁড়াস সিংহের মত—
রক্তে তোর ঈমানের লাল!
আমি মুমিন!
আমি নূরের বিদ্রোহী সন্তান—
আমি অন্ধকারকে করি ক্ষত-বিক্ষত,
আমি আল্লাহর নামে ফাটাই শয়তানের পর্দা-বন্ধন!
আমি তাগূতের তর্জন-গর্জনকে
হাসিমুখে করি চূর্ণ-বিচূর্ণ,
আমি হকের পথে রক্ত দিলেও
হেসে বলি— “এই মৃত্যু আমারই জয়-ধ্বজন!”
দিলে তোর উঠুক গুঞ্জন—
ইস্তিগফার! তওবা! রুহের বিপ্লব!
নফসকে লাথি মেরে
তুই দাঁড়া উম্মাহর উকিল-এ-গাজী রব!
দাওয়াতের ময়দানে তুই আজ
শামসের মত উঠ আলোরোহণ,
তোর কণ্ঠে নেমে আসুক
নূরের শান, তাদবীরের জঞ্জাল-বিজড়ন!
হে আল্লাহু নূর—
আজ আমাদের অশ্রু বানাও তাওবার সমুদ্র,
আমাদের বুকেতে দাও এমন ঈমান
যা পাহাড়কে করে গুড়িয়ে ছাইমুড়ি!
যুবকদের করো সিংহ-হিম্মত,
তাদের রূহ দাও আকাশচুম্বী উড্ডয়ন,
শয়তানের ফাঁদে না পড়ে
তারা হোক তাওহিদের তলোয়ার, সত্যের বীরোত্তম।
হে রব্ব—
আমাদের করো সালেহ মুমিন,
করো দীন প্রতিষ্ঠার ঝড়,
তোমার পথে জীবন দিলে
তা হোক আমাদের হাস্যমুখ-শুভ-অন্তিম ঘর।
— আমীন, ইয়া রাব্বুল আল-আমীন!
১৮-১১-২০২৫
No comments:
Post a Comment