Thursday, November 13, 2025

নষ্ট মেধার অভিশাপ

 নষ্ট মেধার অভিশাপ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************************

আমি বলি —
উঠো হে ঘুমন্ত জাতি! জাগো হে মিথ্যার দাস,
মেধার নামে চলছে আজ অজ্ঞানতার সর্বনাশ!
যে ইলম ছিলো নূরের দান, সে হলো আজ ফিতনা,
জালেমের দোলে বাজে গান — শয়তানেরই চিতনা!

স্বাধীনতার নামে যারা গড়েছে শৃঙ্খল-ফাঁদ,
তাদের মুখে “হক” বচন আজ বিষের মতো বাঁধ!
ইলম আজ বন্দী মিথ্যার ঘরে, সত্য কাঁদে রণ,
আক্বল মরে, বিবেক শুয়ে, হাসে ধোঁকার বন!

ওরা বলে — "আমরাই জ্ঞানী!" —
তাদের চোখে পাথর কালো, অন্তর নিস্তেজ প্রাণ,
হিকমতের নামে বিক্রি করে দীন, বিক্রি করে ইমান!
ফিরে এলো নব ফিতনার কাল, ফেরাউনীর চাল,
দেশপ্রেমে ফ্যাসিবাদ, বুকে জ্বলে জালেমের জাল!

আমি বলি —
এই মেধা নয়, এই আগুন নিভিয়ে দে,
এই লজ্জা নয়, এই জাতিকে জাগিয়ে দে!
সত্যের হক্‌ তলোয়ারে ফাটাও মিথ্যার প্রাচীর,
ইলমের জ্যোতিতে দগ্ধ করো বাতিলের তাবির!

ওরে তরুণ! তোর নাম আজ বিদ্রোহী—
তুই মিথ্যার বাঁধন ভাঙিস, তুই হক্‌র দাস!
আল্লাহর কালামে যে আলোর আহ্বান,
তুই সেই বজ্র, তুই সেই নিপাতন-প্রভাত!

তুই গর্জে ওঠ —
“আমি মানুষ! আমি ইমানের জাহান!”
আমি জ্ঞানের সৈনিক, হক্‌ আমার দিশা,
আমি মিথ্যার মুখে ছুঁড়ে দেবো আল্লাহর বিচাররশ্মি আশা!

এই জাতি মরবে না, যতদিন রবে
এক তরুণের বুকেতে সেই তেজের জ্বালা!
নষ্ট মেধার অভিশাপ গলিয়ে দে আজ—
জ্বালো নব ইলমের আলো, হোক হিকমতের জয়ধ্বজা!
-----------------------------------------


১৩-১১-২০২৫

No comments:

Post a Comment