হে ভবিষ্যৎ প্রজন্ম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
হে ভবিষ্যৎ প্রজন্ম!
পড় হে তোমার প্রভুর নামে,
যিনি তোমায় রচনা করেছেন মহাশক্তিতে,
তোমার রক্তে লিখেছেন স্বাধীনতার গান!
জ্ঞান অন্বেষণে ছুটে যাও,
দিগন্ত ছুঁয়ে দিগন্তে,
মন তোমার হোক অটল, অদম্য,
সমুদ্রের মতো উচ্ছ্বসিত, অশেষ, অবিনাশী!
আলো হোন, হে জাগ্রত প্রজন্ম!
জ্ঞানালোকের প্রতিটি কণায় নিজেকে পবিত্র করো,
অন্ধকার ভাঙো,
অগ্নি হয়ে জ্বালো অন্তরের প্রদীপ,
মশাল হয়ে ছড়িয়ে দাও সত্যের দীপ্তি!
ছুঁড়ে ফেলো মিথ্যার শৃঙ্খল,
বলো—হে তুমি বীর!
মানবতার দূত তুমি,
পিতামাতার অহংকার,
স্বদেশের রক্তবিন্দু হয়ে জ্বলো তুমি!
মাথা নত করো না জুলুমের সামনে,
চোর, বাটপার, নেশাগ্রস্ত—তুমি নও।
তুমি বিপ্লবী, প্রতিবাদী,
হৃদয়ে আগুন, চোখে অগ্নি,
তুমি আশার প্রদীপ,
নতুন দিনের সূর্যসন্তান!
হে প্রজন্ম!
তুমি নতুন দিগন্তের স্রষ্টা,
স্বপ্নের পথে অপ্রতিহত সাহসের বাণী,
নতুন যুগের গান, নতুন পৃথিবীর আলো!
বলো! বলো! চিৎকার করো!
হে তুমি, মাথা নত করো না!
হে তুমি, অন্ধকার ভাঙো!
হে তুমি, আলো হও এই ভূমণ্ডলে!
উঠো! লড়ো! জাগো!
তুমি নবপ্রভাতের জ্যোতি,
তুমি স্বাধীনতার ডাক,
তুমি—হে ভবিষ্যৎ প্রজন্ম—অমর!
---------------------------------------
২৬-১১-২০২৫
No comments:
Post a Comment