Thursday, November 13, 2025

জীবন একটি দৌড়

 জীবন একটি দৌড়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
জীবন এক দৌড় — জিন্দেগির ময়দানে,
হিম্মতে যারা চলে, জিতে তারা জানে!
তকদিরের লেখায় নয়, লড়ে নেয় জয়,
সংগ্রামেই লুকায় খোদারই হুকুমত ভয়।

রাহের কাঁটা ভেদে চলে আশার রথ,
বিপদে বলে দোআ — “আল্লাহ আছে সাথে যথ।”
চড়াই উৎরাই পেরিয়ে বাজে ইমানের সুর,
জীবন মানে জিহাদ — নয় কোনো ভীত ভরপুর!

হাসির পেছনে কান্না, কান্নায়ও নূর,
ভালোবাসার আগুনে জ্বলে আত্মার সুর।
মেহনতের ঘামে ভিজে ফুলে আশা-বাগ,
খোদার সন্তুষ্টি তবু পরমই অনুরাগ।

ঘাতের পর প্রতিঘাত, নিয়তিরই খেলা,
তবু মুমিন হাসে — “খোদা রয় আমার বেলা।”
তলওয়ারের ঝলকিতে জ্বলে বিজয় দীপ,
হার মানে না সে প্রাণ, যার অন্তরে নীশান তীব্র।

তাই বলি হে আশিক! হিম্মত হারাস না,
রাহে-হকের পথেই লুকায় জান্নাতখানা।
রক্তে লিখ জয়গান, লহু কর ফুল,
জীবন এক দৌড় — তাও তকদিরের কূল!
-----------------------------------------------


১৩-১১-২০২৫

No comments:

Post a Comment