ধর্ম নিয়ে বাড়াবাড়ি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
********************************************
ধর্ম নিয়ে বাড়াবাড়ি—
যেন জাহান্নামের আগুনে খেলা,
হৃদয়ে নেই মহব্বত, নেই ইমানের নূর,
শুধু বাজে গুন্ডা–নফসের দোল।
“ওয়াত্তাসিমু বিহাবলিল্লাহ জয়‘আমানা ওলা তফরেক্কু”
মধ্যপথ ধরো, রাখো ধৈর্য, রাখো সহিষ্ণুতা,
আমরা ঢালি তাতে ফিতনা, শরারাত,
বাতাসে ভেসে ওঠে কিলকিল, চিৎকার, হাহাকার।
নবী বলেছেন— “আররিফক শুআ‘বাহ মিনিল ইমান”
সৌম্যতা হলো ইমানের চাবি,
কিন্তু আমরা বানাই দেখো, দেখাও,
অহংকারের খোরাক, রোষের বাজার।
ধর্মের আলো ছিল নূর,
নির্জন রাতে ভেসে ওঠা জালাল,
আমরা মিশাই তাতে হায়াতের ধোঁয়া,
পাথর দিয়ে ঢাকি আল্লাহর রহমত।
যে মানুষ চলে আখলাক আর তাকওয়া নিয়ে,
আমরা বলি— “না, এই রাস্তায় লাগবে কিলকিল।”
ফলে হারায় ইমানের নূর,
ভূলে যায় ইসলামির মূল রাহ,
শুধু থাকে ইবলিশের অহংকার।
চলো ফিরি সহজ পথে,
যেখানে রাহমত, মেহেরবানী,
হৃদয়ে জ্বলে ইমানের নূর,
কোনো হিংসা, ফিতনা, দুশ্চিন্তা নেই।
ধর্ম বাড়াবাড়ি চায় না,
ধর্ম চায় নূর, চায় সিয়ামের প্রশান্তি,
মানুষের মাঝে ছড়িয়ে মহব্বত,
এই ফল, এই হিকমত, এই বরকত।
---------------------------------------------------
২৫-১১-২০২৫
No comments:
Post a Comment