সেবাই মুক্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
************************************************
হে ইন্সান, তোর খিদমত হোক দোয়ার মতন প্রাণে,
খোদার পথে চল আজ তুই, মেহরবানি ছড়িয়ে দাও মানে।
নবীর বাণী চিৎকার করে, শুন অন্তরের হদয়ে,
মানব খিদমতই ঈমানের চাবি, অখল ধারায়ে।
মিসকিন মুখে ফোটুক হাসি, করো নিঃস্বার্থ সহায়,
অহংকার ভুলে প্রাণ উজাড়, প্রেমের সুরে ভরায়।
রোজার ক্ষুধা ভুলে দাও, ভাগ করো খয়রাতের জলে,
খোদার রহমত জ্বলে তোর মাঝে, চির শান্তির পরশ খেলে।
মসজিদের মিনার থেকে ডাক, প্রতিধ্বনি করে বাজে,
সেবা করো ভাই ইন্সানের, আল্লাহর পথে সাজে।
নবীর মশাল হাতে নাও, চল যাক তোর জিগর প্রাণে,
হৃদয়ে ভরে দাও মেহর, খিদমত করো মানুষের মানে।
হে ইন্সান, তোর খিদমত হোক খোদার নামে দীপ্ত,
মুক্তির পথে আলো জ্বলে, রহমতের পরশ মিপ্ত।
সেবাই মুক্তি!—সেবাই ঈমান, সেবাই আল্লাহর পথ,
যে সহায় প্রাণ উজাড় করে, তারই জান্নাতের রথ।
--------------------------------------------------------------
১২-১১-২০২৫
No comments:
Post a Comment