Monday, November 17, 2025

সাহাবী গাছ

 সাহাবী গাছ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

বালুকার শুকনো বুকে দাঁড়ায় এক গাছ—
হেদায়াতের স্মৃতি ধরে যুগে যুগে রাখ।
তার ছায়ায় বসেছিলো নবীর প্রিয়জন,
ধূলিমাখা মরুতে জেগে উঠেছিলো জীবন।

শুকনো ডালে লুকানো আশীর্বাদের ঢেউ,
বদরের বাতাসে শোনা যেতো সাহসের নেউ।
উহুদের ক্ষতবিক্ষত দিনের সাক্ষী সে—
রোদঝরা মরুর বুকে ছায়ার পরশ যে।

সেদিন যে হাত রাখিলে নবীর সাহাবীরা,
আল্লাহর প্রেমে হৃদয় করেছিলো ধীরা;
ইমানের শপথ বুকে ধারণ করে তারা,
মরুর বুকে অটল ছিলো দীপ্ত এক তারা।

এই গাছ নয় কেবল একটি বৃক্ষ-মূর্তি,
এ যেনো ইতিহাসের পবিত্র স্মৃতিসূর্তি—
যেখানে নবীর কথা মিশে আছে বাতাসে,
আর সাহাবীদের অশ্রু শুকায় নীরব নিশ্বাসে।

বালুর ঢেউয়ের দেশে দাঁড়িয়ে আজও বলে—
“ইমানের আলো ধরে রাখো অন্তরের তলে;
ত্যাগের মহিমা ছাড়া নেই কোনো পথ,
সাহাবীদের জীবন যেন শিক্ষার শপথ।”

হে সাহাবী গাছ! তুমি ইতিহাসের গান,
তোমার ছায়ায় জাগে হৃদয়ে ঈমান;
তুমি সেই আমানত, যা রাখে মনে দাগ—
ইসলামের গৌরবময় অতীতের অটল অনুরাগ।
-----------------------------------------------


১৭-১১-২০২৫

No comments:

Post a Comment