আলোর পথে নারী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************
জাগো হে নারী, জাগো জ্ঞানের তরে,
আলোর দীপ জ্বেলে, অন্ধকার ভাঙো ভরে।
হাদিস বলে, জ্ঞান চাও, ফরজ তোমার পথ,
জাগো প্রজন্মের আশা হয়ে, আলোর আলো হোক গগনমথ।
শিক্ষিত নারী, ঘর নয় শুধু, বিশ্ব হোক তোমার মঞ্চ,
চাকুরি, শিল্প, ব্যবসা—যোগ্যতায় জয় করো অম্লান।
জাগো হে নারী! জাগো হে নারী!
আলোর পথে চল, অন্ধকারকে ভেঙে দাও।
ধ্বনিত হোক পদক্ষেপ, ভয় নয় কোনদূরে,
জ্ঞান, ন্যায়, আলোর পথে হেঁটো দৃঢ় ও নির্ভীকভাবে।
কোরআন-হাদিস বলে, জ্ঞান অর্জন ফরজ সকলের,
নারী হোক শিক্ষিত, দেশ গড়ে, আলোর পথে চলক প্রগাঢ়।
শিক্ষিত নারী, ঘর নয় শুধু, বিশ্ব হোক তোমার মঞ্চ,
চাকুরি, শিল্প, ব্যবসা—যোগ্যতায় জয় করো অম্লান।
জাগো হে নারী! জাগো হে নারী!
আলোর পথে চল, অন্ধকারকে ভেঙে দাও।
নারী শিক্ষিত হলে, জ্ঞান ছড়ায় চারিদিকে,
সমাজ গড়ে, দেশ ভরে, আলোর দীপে দীপে।
জাগো হে নারী, জাগো জ্ঞানের তরে,
আলোর দীপ জ্বেলে, অন্ধকার ভাঙো ভরে।
----------------------------------------------
১৯-১১-২০২৫
No comments:
Post a Comment