Monday, November 24, 2025

মিথ্যা সাক্ষ্য

 মিথ্যা সাক্ষ্য

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
কাপাসিয়া,গাজীপুর
****************************************

হে মানব! শোনো অন্তরের নীরব সুর,
মিথ্যার ছায়ায় হারিও না কখনো।
সত্যের পথে ধীর, দৃঢ় পদচারণা,
এ পথেই শান্তি, এ পথেই চিরন্তন আলো।

যে জবান মিথ্যা বলে, সে নিজে দগ্ধ হয়,
অন্যায়ের অশ্রু তারই ছায়া হয়।
হৃদয় খোলো, সত্যের বাণী শোনো,
মিথ্যার আঁচল ছিঁড়ে নাও, ন্যায়ের পথে দাঁড়াও।

মিথ্যা জবান শয়তানের ফিসফিসানি,
অন্যায়ের পথ খোলে অন্ধকারে।
যে সাক্ষী মিথ্যা বলে, সে আগুন হাতে ধরে,
কিয়ামতের ময়দানে লজ্জায় দগ্ধ হয়।

সত্যের কথা—মধুর, গভীর, শান্তির সুর,
মিথ্যার কথা—শূন্য, অন্ধকার, ধ্বংসের দোলা।
হৃদয়ে লিখো সত্য, পাতায় ফুটুক ন্যায়ের আলো,
মিথ্যার ছোঁয়া দূরে করো, উঁচু করো পতাকা।

উঠো! শোনো সত্যের নীরব গান,
যেখানে সত্য আছে, সেখানে হার মানে না কেউ।
মিথ্যার ছায়া উড়ে যাবে,
ন্যায়ের দীপ জ্বলে চিরন্তন আলোয় হৃদয় আলোকিত হবে।

হে মানব! জবান শুদ্ধ করো, কলম শুদ্ধ করো,
সত্য বলো—নির্ভীক, দৃঢ়, অন্তরে আলো জ্বালো।
সত্যের পথে উঁচু দাঁড়াও,
এ পথেই মুক্তি, এ পথেই আলোর সহযাত্রী হবে।
---------------------------------------------------


২৪-১১-২০২৫

No comments:

Post a Comment