Monday, November 17, 2025

বিচারক যদি নিরপেক্ষ না হয়

 বিচারক যদি নিরপেক্ষ না হয়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

বিচারকের চোখে যদি পক্ষপাতের অগ্নি-ধোঁয়া,
কোরআন গর্জে— “সত্যে দাঁড়াও! পিছু হঠো না এক চোঁয়া!”
অন্যায়ের সিংহাসন ভেঙে ফেলাই মুমিনের পথ,
সত্যই তলোয়ার—আল্লাহর হুকুম তারই প্রথম রথ।

“সত্যের সাক্ষ্য দাও”— এ আয়াত আগুনের গর্জন,
মিথ্যার রায়ে জ্বলে ঈমান—হয়ে যায় ছাই-ভস্ম-ক্ষণ।
“শত্রুর বিরুদ্ধেও ন্যায়”— আলোর কঠিন আইন,
বিচারকের রক্তে যদি পক্ষপাত—তবে তার অন্তঃকরণ হীন।

দরিদ্রের কান্না ফুঁড়ে দেয় আসমান-জমিন,
বিচারক যদি না শোনে—সে নিজেই করে অপরাধের বিন।
ন্যায় আল্লাহর তরবারি—ধারালো, ঝলসানো আগুন,
অন্যায় রায়ে নিজেই জ্বলে বিচারকের অন্তঃসাধুন।

পক্ষপাতের বিষ ঢুকলে রায়ে মরে মানব-নীতি,
অন্যায় তখন নাচে, ধ্বংস ছড়িয়ে দেয় অগণিত গীতি।
সত্যের রায় বজ্রের গর্জন—আল্লাহর পথে বিজয়,
মিথ্যার রায় মানে অন্ধকার—শয়তানের শেকল-ক্ষয়।

বিচারক, শুনো—তোমার কলমই জাতির বহুদিনের আশা
তুমি বেঁকে গেলে অন্ধকারে ডুবে যাবে ভবিষ্যতের দিশা।
ন্যায় প্রতিষ্ঠা শুধু দায়িত্ব নয়—এ আমানত আল্লাহর,
পক্ষপাতের রায় দিলে জবাবদিহি হাশরে হবে ভয়াবহ আগ্রহর।

আল্লাহর নামে দাঁড়াও সত্যে—যার সামনে আগুনও ঠাণ্ডা হয়,
আর বিচারক যদি নিরপেক্ষ না হয়—ধ্বংসই তার একমাত্র ক্ষয়।
---------------------------------------------


১৭-১১-২০২৫

No comments:

Post a Comment