নগ্নতার আগুন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
অভিশাপের পথে হেঁটে যাই, লাজ হারিয়ে আঁধারে,
নগ্নতা ডাকে শয়তানের ইশারায়।
হায়া হারালে রুহ হয় মরুভূমির শুকনো কুয়া,
জীবন শুকিয়ে যায় তৃষ্ণার্ত বালুতটে মুমিনের দয়া।
নগ্নতা—আগুন, পোড়ায় চরিত্রের সবুজ বন,
তার ধোঁয়া ঢেকে দেয় অন্তরের আকাশ, অন্ধ করে মন।
কোরআন বলে, “ফাহশা আনবে ফিতনা”—
অশ্লীলতার আগুন তুলে সে হারায় সাকিনা।
ওহে শুনো—নগ্নতা বিষধর সাপের মতো,
লাজের বাগান খেয়ে ফেলে এক রাতেই সব পাতাপ্রাপ।
মন হয় উলঙ্গ ইটের দেয়াল,
শয়তান আঁকে তার ওপর জালাল।
সত্যবাণী বলে—‘হায়া ইমানের শাখা’,
হায়াহীন হৃদয় হয় ছাইভস্মের রেখা।
ওহে শুনো—নগ্নতা বাতাসহীন জাহান্নামের ধোঁয়া,
প্রতিটি নিশ্বাসে মিশে দুঃখের ধূম্রবায়ু।
রুহানি আলো নিভে গেলে, মানুষ হয় শূন্য মরুভূমি,
সেখানে সুবহানাল্লাহর সুরও শোনা যায় ক্ষীণভূমি।
তাই লাজ-হায়াই হোক ঢাল, হোক ইমানের পর্দা,
হিজাব শুধু পোশাক নয়—জীবনের কুরআনি সুরাহ।
নগ্নতার পথে যে যায়, ভুলে যায় রবের নিয়ামত,
আলোর পথে ফিরলেই মেলে রহমতের বরকত।
------------------------------------------
২৫-১১-২০২৫
No comments:
Post a Comment