Monday, November 10, 2025

হযরত মুহাম্মদ (সাঃ)

 হযরত মুহাম্মদ (সাঃ)

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

তোমায় পাঠালাম মানবপথে
  আলো হয়ে ভাসো সৃষ্টির বুকে,
অন্ধকারে ডুবা দুনিয়া আজ
  জাগুক তোমার নামের সুখে।
  আমি বলি, “হে প্রিয় নবী,
  তুমি আমার রহমত কবি,”
তোমার মুখে ফুটুক আমার কালাম নিরবধি।

দীর্ঘ যুগের শুষ্ক ধরা
  জল পাবে তোমার আঁখি-ছোঁয়ায়,
পাষাণহৃদয় গলবে সেথা
  দয়া মিশে তব মধুর বাণায়।
  আমি দেখি—তোমার দৃষ্টি,
  মানবতায় অনুপ্রবিষ্টি,
আমার করুণা তোমার শ্বাসে মিশে রয়।

তোমার চরণে রেখেছি আমি
  সত্যের দিশা, ন্যায়ের আলোক,
তোমার বুকে জ্বালিয়েছি আমি
  প্রেমের অমৃত, স্নেহের লোক।
  বলেছি আমি, “তুমি যাও,
  মানব-মনে আলো ছড়াও,”
আমার বাণী তোমার বুকে করুক অনুরণন।

রাত্রি যতই ঘন হোক প্রিয়,
  তোমার নূরেই ভোরের দিশা,
তুমি যে আমার প্রেরিত রহম,
  সৃষ্টির মাঝে দয়া-নিশা।
  জগতে যারা তোমার পথে,
  চলবে নেকের আলোকরথে,
আমি তাদের রাখব তব দোয়ায় অনুক্ষণ।

প্রকৃতির প্রতিটি স্রোতে
  তুমি পৌঁছে দাও আমার বাণী,
শুষ্ক মরুভূমি, নদী, বাতাসে
  সকলেই হোক আমার রহমত শাণী।
  হৃদয় যারা খুঁজে আমার প্রেম,
  তোমার চরণে তারা পাবে ত্রিম্ময় দান,
আমি দেখব তাদের আনন্দে, শান্তিতে সমান।

তোমার মুখে বলি আমি, “প্রিয়,
  সত্যের পথে চলা মানুশরা,”
নিষ্ঠার চিহ্ন তোমার চরণে
  আলোর পথ দেখায় ধীরে ধীরে।
  আমি রাখব তোমাকে আকাশে ও ভূমিতে,
  আমার রহমত তোমার ছায়ায় মিলে,
সত্য ও ন্যায়ের পথে যারা, তাদের পথকে দীপ্ত করি।

তুমি যে আমার প্রেরিত বাতিঘর,
  মানবতার অন্তরে আলো জ্বালো,
ভালোবাসা, দয়া, ন্যায় ও শান্তি
  সকলের হৃদয়ে তুমি ছড়ালো।
  আমি বলি, “হে প্রিয় নবী,
  তুমি চলো পথের প্রদীপ হয়ে,”
মানবতার পথে তুমি চিরকাল আলোকিত হও।
------------------------------------------------------


১০-১১-২০২৫

No comments:

Post a Comment