পাগলেরাই সভ্যতার স্থপতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
****************************************
পৃথিবী চিৎকার করছে—
“পাগল! উম্মাদ! কাফের! বিদ্রোহী!”
কিন্তু তারা জানে না, তারা দেখেনি,
পৃথিবীর রঙিন চশমা ধরে
যারা দেখেছে অদ্ভুত দিক, অজানা আলো,
তাদেরই মানুষ বলেছে পাগল, উম্মাদ, কাফের।
যারা স্বপ্নের খনি খুঁড়েছে,
তারা শুধু রঙিন ধোঁয়া পেয়েছে,
কেউ দেখেনি তাদের হাতে জ্বলন্ত দীপ,
যা অন্ধকারে আলো ছড়ায়।
নজরুল, রবীন্দ্রনাথ, বডলার, থোরো—
ওদের কবিতার শব্দে, বিজ্ঞানী ও দার্শনিকের খুঁটিনাটি খুঁজে
প্রকৃতি, জ্ঞানের সেতু, নক্ষত্রের নাচ—
পৃথিবী পেয়েছে আলোক বিন্দু।
অসভ্য নিন্দুকেরা
শুধু দিতে পেরেছে পাগল, উম্মাদ, কাফের।
ওরা দিল না সৃজনের চাবি,
দিল না উন্মাদ আত্মার মুকুল।
পাগলদের হাতে রচিত পৃথিবী
একটি নদীর মতো প্রবাহিত,
যেখানে প্রতিটি ঢেউ
ধ্বংসকে পরিণত করেছে সৃজনের সিঁড়িতে।
একটি আগুনের মতো জ্বলছে
যা ছড়িয়ে দিচ্ছে অজানা আলো।
তারা হেঁটেছে অনির্ধারিত পথে,
মেঘের ভেতর দিয়ে, ঝড়ের মাঝখান দিয়ে,
তাদের পিছু নিয়েছে শুধুই বাতাসের ফিসফিস।
পৃথিবী আজ তাদের গল্পে জেগে আছে,
নিন্দুকেরা আজও বাইরে দাঁড়িয়ে চুপচাপ।
পাগলেরাই সভ্যতার স্থপতি,
যার কল্পনায় জন্ম নিয়েছে শহর, গান, নক্ষত্র, বিজ্ঞান।
যাদের পৃথিবীকে মানুষ জানে শুধু অদ্ভুত নাম দিয়ে,
তাদেরই হাতে লেখা ইতিহাস,
যা অজানা নদী হয়ে ছুটে চলে কালজয়ী।
পৃথিবী বলে পাগল,
কিন্তু পাগলই আনে আলো, আলো,
পাগলই বানায় পথ, পথ, পথ,
যেখানে নিন্দুকেরা কেবল ছায়া, ছায়া,
পাগলই অগ্নিস্ফুলিঙ্গে ছেঁড়ে দেয়
নতুন দিগন্ত!
জ্বলুক আগুন! শিহরণ ছড়াক! বজ্রপাত হোক প্রতিটি পদে!
---------------------------------------------------------
২৭-১১-২০২৫
No comments:
Post a Comment