Monday, November 17, 2025

অত্যাচারী শাসক

 অত্যাচারী শাসক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

হে অত্যাচারী শাসক! শুনো—
আসমানের মালিক দেন হুঁশিয়ারি!
জুলুমের মেঘ যত ঘনাও তুমি,
সত্যের বজ্র আসে অগ্নি-ধারি!

ফিরাউনও বলেছিল— “আমি প্রভু!”
তবু স্রোতে ডুবল অহংকার-পর্বত,
কারো সিংহাসন চিরকাল থাকে না—
আল্লাহর নামে মাটিও থরথর কেঁপে ওঠত!

জালেমের ঘর আল্লাহ রাখেন না,
কোরআন বলে— “জালিমদের পরিণাম কঠিন”;
তুমি যতই গড়ো শিকল বন্দী করে,
মুমিনের হৃদয়ে তবু লুকায় আগুন-প্রবীণ!

হে শাসক! ভাবো— যে ক্ষমতা আজ তোমার,
কাল তা হবে মরিচিকা, ধুলোর মতো হালকা;
তোমার প্রতিটি অত্যাচারের হিসাব
লেখা থাকে লওহে মাহফুজে, অক্ষরে অমলকা!

আমি আজ বিদ্রোহী সত্যের ডাকে,
শাসনের মাটিতে জ্বালি ন্যায়ের শিখা;
জুলুম থাকলে আকাশ জ্বলে ওঠে—
আল্লাহর বিচার আসে ধীরে, কিন্তু খুবই দৃঢ়, দৃশ্যদেখা!

উঠে দাঁড়াবে সত্য— ঝড়ে, রোদে, রাত্রে,
জুলুম ভাঙবে একদিন বজ্রেরই গানে;
“সত্য এসেছে, মিথ্যা মুছে গেল”—
এই আয়াতই গর্জে ওঠে মানবতার প্রাণে!

হে অত্যাচারী শাসক! সতর্ক হও—
তোমার সিংহাসন আগুন-খাওয়া ধোঁকা,
জুলুমের পথ ছেড়ে দাও—
নইলে বিচার দিবসে পরবে শিকল, ছুটবে না কোনো নৌকা!

ন্যায়ের সৈনিকেরা ঘুমিয়ে থাকে না—
তারা সত্যের মুহূর্তে বজ্র হয়ে জেগে ওঠে;
জুলুমের রাত যতই লম্বা হোক,
আল্লাহর সুবহে সাদিক ঠিকই ভোর হয়ে প্রতি প্রভাতে ফোটে!
--------------------------------------------------------


১৭-১১-২০২৫

No comments:

Post a Comment