বাঙালির চরিত্র
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
আমি বলি—বাঙালি, জেগে উঠো, ঘুম ভাঙাও!
বিপ্লবী হৃদয় ছুড়ে দাও, না হলে সময় কি বাঁচাবে তোমায়?
সহনশীল মুখে লুকানো আগুন,
আত্মভোলা চেতনায় বাঁধা পড়া অশ্রু—উঠো!
ক্ষমাশীলতায় ভেসে থাকা, কিন্তু চোখে কি নেই?
ঘাতকের ছায়া, মীরজাফরের রক্তধরা ইতিহাসের ছাপ।
অসাম্প্রদায়িক স্বপ্নে ভেসে যাওয়া,
মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান মন—না হয় কি নিঃশব্দ?
বিশ্বাসঘাতকতা, অকৃজ্ঞতার ছায়া—
দুর্নীতিবাজ স্বর, স্বৈরাচার-ফ্যাসিবাদের ঝড়।
হিংসা-প্রতিহিংসার মাঠে বাজে নিত্য নতুন বাঁশি,
ধর্মীয় উগ্রবাদ লুকিয়ে বসে দেশপ্রেমকে শ্বাসরোধে।
স্বাধীনতার বিরুদ্ধে, ইতিহাস বিকৃতির খেলা,
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-মুসলিম—সবাই যেন খেলার পাত্র।
নেতাদের স্বেচ্ছাচারিতা, পরিবারতন্ত্রের বেঁধে রাখা বৃত্ত,
দেশপ্রেমে শূন্য—এটাই বাঙালির চরিত্র।
তবু, আমি বলি—বাঙালি, জেগে উঠো!
ভালো-মন্দের দ্বন্দ্বে ঝড় খেলুক,
বিপ্লবের শিখা চোখে, প্রেমের আগুন হৃদয়ে।
অবশেষে মুক্তির স্রোত বয়ে যাক তোমার প্রাণের বুকে।
উত্তাল নদীর মতো,
অবিচল প্রবাহে—
ধ্বংস করো ঘাতক,
ছুঁড়ে দাও অন্ধকারের সব বস্ত্র।
ভাঙো পুঁজিবাদ, লুটতরাজ, স্বৈরাচারের খাঁচা,
ঘাতকের ছায়া ভাঙো, ইতিহাসের সত্যকে জাগ্রত করো।
আমি বলি—বাঙালি, স্বাধীন হউক চেতনায়,
অবশেষে তোমার চরিত্র হোক সত্যিকারের বিপ্লবী।
---------------------------------------------------
১৮-১১-২০২৫
No comments:
Post a Comment