Wednesday, November 19, 2025

বিভক্ত হয়ো না মুমিন

 বিভক্ত হয়ো না মুমিন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

বিভক্ত হয়ো না, হে মুমিন, বিভক্ত হয়ো না!
একতার আলোয় চলো, একতার বাঁধনে বাঁধা থাকো।
ভ্রান্তির অন্ধকারে ভেসে যেও না,
নতুন দিনের আলোয় জেগে থাকো, জেগে থাকো!

দেখো চারদিকে অমানবের উত্থান,
লোভের আগুনে দগ্ধ হচ্ছে মানবজাতি।
তাদের দলে ভাঙো না, তাদের পথ চলো না,
সত্যের বুকে দাঁড়াও, মুমিন, শক্ত থাকো!

একতার দড়িতে বাঁধা ছিল সাহাবীরা,
ঐক্যই ছিল তাদের শক্তির সিংহাসন।
আজ কেন ভাঙো তুমি পথ,
ভ্রাতৃত্বের ঘর কাঁপছে, মুমিন, অটল থাকো!

তাগুতেরা আজ মিছিল তোলে, মানুষকে বিভ্রান্ত করে,
মিথ্যার মুখোশ পরে, সত্যকে ঢেকে রাখে।
তুমি ভ্রান্ত হওয়ার ভয় পেও না,
সত্যের সিংহাসনে চলো, সাহসিকতার পতাকা উঁচু করো!

বিভক্ত হয়ো না, হে মুমিন, বিভক্ত হয়ো না!
ঐক্যের আলোয় জাগো, ঈমানের ঢেউ উঠাও।
নিষ্ঠার পথে দৃঢ় থাকো, অন্ধকার ভেদ করো,
মুমিনের শক্তি এক, সত্যের পতাকা উড়াও!

হাত ধরো হাতে, মুমিনের বন্ধন অটল রাখো,
নির্ভয়ে এগিয়ে চলো, আলোর পথে পথিক হও।
বিভক্ত হয়ো না, হে মুমিন, বিভক্ত হয়ো না!
একতার গান গাইবে পৃথিবী—সত্যের জয় হবে অবিচল।
---------------------------------------------


১৯-১১-২০২৫

No comments:

Post a Comment