Wednesday, November 26, 2025

চারিদিকে শত্রু

 চারিদিকে শত্রু

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**********************************
জাগো হে, জাগো বাঙালি!
চেয়ে দেখা আবার এসেছে ফিরে,
সেই পুরানো শত্রু—
যে ধ্বংস করেছিল হৃদয়,
যে চেপে ধরেছিল গলাগুলো স্বাধীনতার।

শকুনের ডানা মেলে
মাতৃকার প্রান্তরে,
স্বাধীন পতাকা আজ রক্তাক্ত,
রক্তে রঙিন, তবু না মরুক আশা।

জাগো হে, জাগো!
চারিদিকে শত্রুর মেলা,
যে সত্য বললেই আসে অত্যাচার,
যে প্রতিবাদ করলেই ভাঙে জেলরুমের দরজা,
দোসরের তকমা খাপ খায় মুখে,
কবির কলম স্তব্দ,
সাংবাদিক নিশ্চুপ,
বিশ্লেষক পক্ষপাতী,
রাজনীতিবিদ হিংসার মহড়া।

অপমান আর অপদস্তের খেলা,
একেকজন অন্যেক ধ্বংসের পায়তারা,
গালি গালাজে তৃষ্ণার্ত,
ইতিহাস কিবৃতির মহউৎসব।

মুক্তিযোদ্ধাদের পদধূলি,
বাঙালি সংস্কৃতির মৃত্যু সন্নিকটে,
দেশবিরোধী উত্থান,
উগ্রবাদের ছাপ,
দিকের দিকে শত্রুর মহড়া।

হে বাঙালি!
তুমি যদি না জাগো,
তুমি যদি না প্রতিবাদ করো,
তাহলে স্বাধীনতার রক্তমাখা পতাকা
মাটির সঙ্গে মিলিয়ে যাবে,
তোমার বুকের মধ্যে শত্রুর চিত্র হোক না ম্লান।

জাগো!
উঠো!
কলম, কণ্ঠ, হাত—
সব শক্তি মিলিয়ে ধ্বংস করো শত্রুর ছায়া,
স্বাধীন মাতৃকার বুকে ছড়িয়ে দাও
নব জাগরণ, নব বিদ্রোহ,
নব বিপ্লবের বাতাস।
----------------------------------------


২৬-১১-২০২৫

No comments:

Post a Comment