Tuesday, November 18, 2025

বিশ্বাস ঘাতকের আড্ডা

 বিশ্বাস ঘাতকের আড্ডা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***********************************************

হে বাঙালি! দেখো আজ—নিশ্চল রাত ঘন,
ঘাতকের ছল, মুখোশে হাসি, লুকানো আগুন মন।

ফিসফিসে কথা, কুৎসিত ছলে ভরা ঘাট,
বিশ্বাস ভেঙে বুকে দহন, শত্রু বন্ধু মিশে রাত।

রঙ পাল্টায় মানুষ, স্বার্থে ডুবে যন্ত্রণা,
সত্যকে ঠেলে ফেলে গর্তে, মিথ্যা উঠে বরণা।

ওদের চোখে ছুরি, কথায় মেশে বিষ,
ওদের আড্ডা বুকে জন্ম দেয় অন্ধকারের রিষ।

নীতি নেই, আদর্শ নেই, মিথ্যার রাজ্যে নাচ,
ঘাতকের হাসি বাজে—ভ্রান্তি ছড়ায় প্রতিটি ছাপ।

মববাদ, উগ্রবাদ ঢেউয়ের মতো ভাঙে দেয়াল,
ওদের আড্ডা চুষে খায় স্বাধীনতার রক্তজ্বাল।

একতার নদী শুকিয়ে যায়, ওরা খুশি হয়,
জাতির মানচিত্র ভেঙে ফেলে, কালো কালের তলে নোয়।

যোগ্য নেতৃত্ব হারায় পথ, ছলে বোনা জাল,
বাংলার বুকে বসে ওরা, কালো কালের দলে।

হে বাঙালি! চোখ খোলো—কাকে বন্ধু, কারা শত্রু,
চিনে নাও ঘাতকেরা আজ, যারা হাসে, করে ষড়যন্ত্র ধূ।

এই আড্ডা ভাঙলে তবেই বাঁচবে রক্তে কেনা স্বাধীনতা,
সত্য ধরো, ভাঙো প্রতারণার আসন, জ্বালাও ন্যায়ের প্রদীপ শিখা।

যদি আজও ঘুমাও, চোখ না খোলো—বোধ করো,
বিশ্বাস ঘাতকের দম্ভে নিভে যাবে জাতির আলো।
---------------------------------------------------------


১৮-১১-২০২৫

No comments:

Post a Comment