Sunday, November 16, 2025

স্বাধীনতার চিৎকার

 স্বাধীনতার চিৎকার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************

আমি বিপ্লবী! আমি বিদ্রোহী! আমি ভুলতে পারি না স্বাধীনতা,
যে রক্তের নামে জ্বলে উঠেছিলো বাংলা, থেমে গিয়েছিলো মৃত্যুর প্রার্থনা।
হে জাতি! তোমরা কি ভুলে গেছো মুক্তির দাম,
যে ত্যাগে ফুটেছিল প্রভাত, যে আগুনে জ্বলেছিল রুদ্রের জ্যোতিস্নিগ্ধ ধাম।

মুক্তিযোদ্ধার বুকের রক্ত কি আজও তোমাদের ছোঁয় না?
কেন ইতিহাসের আগুন তোমাদের অন্তরে ঝলসে ওঠে না?
কোথায় সেই শপথ, সেই বজ্রকণ্ঠের রণহুংকার,
যে শপথে বাংলার মাটি হয়েছিল স্বাধীনতার জাগ্রত অবতার!

কেন পতাকা ওঠে না গর্বের দীপ্তিতে?
কেন সংগীত বাজে না হৃদয়ের গভীর নন্দিতিতে?
কে ওরা যারা জাতিকে অপমানের অন্ধকারে বেঁধে রাখে?
আর কেন তোমরা নীরব, কেন নিজের আলোকে নিভাতে থাকো?

হে স্বদেশসন্তান, তুমি কি সকলেই ক্লান্ত, নাকি মূক?
জীবন কি আজ শুধু ভয়ের শেকলে বাঁধা দুঃখের দুক?
স্বাধীনতা কাগজ নয়—সে আগুন, সে শপথ, সে জীবনের প্রার্থনা,
সে মাতৃভূমির রক্তে লেখা অনন্ত মুক্তির যজ্ঞধ্বজা।

উঠো! বিদ্রোহের ঝড় তোলো, ভেঙে দাও শৃঙ্খলের বাঁধন,
দুর্নিবৃত্তের অন্ধকার আজও নাম চাই, চাই আগুনের স্বাধন।
আজ যদি চুপ থাকো, ইতিহাস তোমার মুখে থুথু নিক্ষেপ করবে—
বলবে, “যারা স্বাধীনতার শপথ ভুলে গেছে, তারা জাতি হতে পারে না, তারা শুধু ভয়ে মরে।”

গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে দাও গর্জনের রণশঙ্খ,
মুক্তির যোদ্ধাদের রক্ত আজও জীবন্ত, আজও শ্বাসরুদ্ধ চঞ্চলসংক।
প্রতিটি লোম দাঁড়াক, প্রতিটি বুক গর্জে উঠুক দহনধ্বনি,
বলুক—“স্বাধীনতা আমার শ্বাস, আমার রক্ত, আমার চিরন্তন প্রাণভোমরা ধ্বনি!”

যে জাতি ভুলে যায় ইতিহাস, সে জাতি বসে রাতের গভীর খাদে,
ভবিষ্যৎ তার অন্ধকারে ডুবে যায়, চিরকাল থাকে হতভাগ্যে।
আজ না দাঁড়ালে কাল নেই, আজকের শপথই আগামী dawn,
স্বাধীনতার শপথ তোমার বুকেই জাগুক অসীম শান।

কে ওরা যারা পতাকা নামায়?
কারা জাতির গান থামায়?
রুখে দাঁড়াও! আগুন হও! বজ্র হও!
স্বাধীনতার মন্দিরে জ্বেলে দাও নতুন সূর্যের আলো।

চিৎকার করো—
“আমি বিপ্লবী! আমি বিদ্রোহী! আমি ভুলতে পারি না স্বাধীনতা!”
আজ বিদ্রোহই প্রার্থনা, স্বাধীনতাই জীবন,
আজ আমরা বলছি—
“আমি স্বাধীন জাতির সন্তান—আমি আর নীরব নই, আমি বজ্রের মতন!”
----------------------------------------------------


১৬-১১-২০২৫

No comments:

Post a Comment