আসছালামু আলাইকুম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
আসছালামু আলাইকুম— হে বোন ও ভাই মুমিন,
নূরের পথে চলো আজ, হোক অন্তর দীপ্তিময় চিন।
অজানার অন্ধকারে জ্বালো আলোর দীপ,
সত্যের পথে হেঁটো, ভয়কে ত্যাগ করো, হে প্রিয় প্রণিপ।
আসছালামু আলাইকুম! উঠো, জাগো হে মুমিন,
নূরের বাতাসে ভাসাও, হৃদয় হোক শান্তিময় নিদ্রিন।
আসছালামু আলাইকুম! সত্যের পতাকা উঁচু করো,
অহংকারের বাঁধ ভেঙে, ঈমানের নৌকা চালাও হরি করো।
সালাতের রোদে ধোও অন্তর, রোজার তাপে গলে যাও,
দুনিয়ার মায়া ত্যাগ করো, তাওহিদে মিলন খুঁজে পাও।
জঙ্গলের শিবিরে ভয় থাকলেও, সাহসী হও হে বীর,
আল্লাহর পথে যা বল, তা বলো—ভয় করো না জণ।
আসছালামু আলাইকুম! উঠো, জাগো হে মুমিন,
নূরের বাতাসে ভাসাও, হৃদয় হোক শান্তিময় নিদ্রিন।
আসছালামু আলাইকুম! সত্যের পতাকা উঁচু করো,
অহংকারের বাঁধ ভেঙে, ঈমানের নৌকা চালাও হরি করো।
জাগো, জাগো—নূরের তরে দাও সব হারানো নিঃশ্বাস,
সত্যের রশ্মিতে ভাসাও, ভয়কে করো শেষ, করো তছনছ।
আসছালামু আলাইকুম! আল্লাহর পথে হেঁটো হে মুমিন,
সত্যের আগুনে পুড়ো, ভুলকে ত্যাগ করো হে প্রিয় প্রণিপ।
আসছালামু আলাইকুম! ভয় নয়—ঈমানই তোমার ধন,
হৃদয় জ্বালো, করো জাগরণ—নূরের পথে চলো ধন!
----------------------------------------------------
১৯-১১-২০২৫
No comments:
Post a Comment