Thursday, November 6, 2025

হকের বণ্টন

 হকের বণ্টন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

আল্লাহই মালিক সমস্ত, মানুষ শুধু মাসুলিয়াত,
তাঁর দেওয়া শারিয়াহ মানো, ভুলে যেও না হায়াত।
পিতা-মাতা রেখে যাওয়া, ভাই-বোন, সন্তান,
সবার আছে হক্ক, রাখো সদা ন্যায়ের মান।

সূরা নিসা’য় বাণী আছে, স্পষ্ট যেমন কথা,
পুরুষ যেমন পায় ভাগ, নারীরও অধিকার যথা।
অন্যায় যদি করো, হারাবে মালিকিয়াহ,
বরকত চলে যাবে দূরে, হারাবে সাকুন সাগরিয়া।

বোনের হক মারিলে, ভাই তুই নিঃস্ব হবি,
আল্লাহর আজাব নেমে, হৃদয় হবে দগ্ধ ও রাব্বি।
যে দেয় মিথ্যা দলিল, চুরি করে হক্ক,
সে কিয়ামতের মাঠে পাবে শোক, দুঃখের ঢক্ক।

ন্যায়ের বণ্টন করো, রাখো আল্লাহর ভয়,
অন্যের অধিকার দিলে, সুখে থাকবে হৃদয়।
যে রাখে হকদারের হক, সে আল্লাহর প্রিয়,
তার ঘরে বরকত নামে, রাহমতের নিড ত্রিয়।

মনে রেখো সম্পদ শুধু, এক আমানাত দান,
এটি নয় গর্বের বস্তু, নয় অহংকারের প্রাণ।
কোরআনের বিধান মানো, চলো সরল পথে,
ন্যায়ের বণ্টনেই লুকায় সুখ, চিরমুক্তির ফারিশতা।
------------------------------------------


০৬-১১-২০২৫

No comments:

Post a Comment