প্রতিবেশীর হক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
প্রতিবেশীর প্রতি দয়া করো, হৃদয় হোক খিরাতে ভরা,
সন্তান-বৃদ্ধ-দরিদ্র সবাই পায় আল্লাহর রহমতে সরা।
সৎকর্মে আল্লাহ বলেছেন, দাও নিকটতমকে সেবা,
প্রতিবেশীর দুঃখ ভাগ করো, দাও মধুর হাম্মতেবা।
যে হাসি দেয় সাহায্য করে, সে পায় আকাশের নূর,
হাদিসে বলা, সদা নেক হোন, ছড়াও মমতার সুর।
চোখে চোখ রাখো সদয়, মন দিয়ে দাও মেহেরবানী,
যে দুঃখে ভরা, তাকে দাও সহায়তার উষ্ণ হানী।
নিন্দা নয়, বিরোধ নয়, হোক হৃদয়ে ভ্রাতৃত্ব,
প্রতিবেশীর শান্তি রক্ষা করো, আল্লাহর আনন্দ প্রীতি।
যে দরজা খোলা, সে বাড়ি আল্লাহর কাছে উঁচু,
প্রতিবেশীর জন্য জীবন হোক সত্য ও ন্যায়ের ছুঁচু।
চলমান ভালোবাসায় দাও হাসির উষ্ণ ছোঁয়া,
প্রতিবেশীর দুঃখ ভাগ করো, রাখো হৃদয়ে ভালো ধোঁয়া।
যে সাহায্য চায়, বিনা বিনিময়ে দাও আনন্দের ধারা,
প্রতিবেশীর হক রক্ষা করো, আল্লাহর রহমত ছড়ায় পারা।
প্রতিবেশীর প্রতি সদয় মন হোক ধ্রুবক তারা,
যেন আকাশের নীলা, আলোর ছায়া ভরে ঘর ভরা।
চোখে চোখে হাসি, কথায় সদয় মধুর গান,
প্রতিবেশীর জন্য থাকুক সর্বদা শুভকামনার মান।
প্রতিবেশীর হক রক্ষা করো, মানো আল্লাহর আদেশ,
যেখানে ভালোবাসা, সেখানে নেই কোনো ভ্রান্তি-বেশ।
----------------------------------------------
০৬-১১-২০২৫
No comments:
Post a Comment