ইসলামের আহবান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***********************************
আকাশে ভেসে আসে রাব্বের বাণী,
হৃদয়ে ঝরে যায় নূরের জ্যোতি।
“ইলাল্লাহির পথে চল,” বলে কোরআনের ধ্বনি,
নির্দ্বিধায় হোক জীবন আমাদের পূর্ণ ইকবাল।
প্রতিটি শ্বাসে নামাজের সালাতের শান্তি,
মাসকিনের দিকে মেলে হৃদয়ের রাহমত।
“ইনসাফ করো, ফিকর ও কুরবানির পথে,”
সত্যের আলোয় হোক আমাদের ইকতিদার।
জিহাদ নয় রক্তের খেলা, নয় বদল বা প্রতিহিংসা,
এ যেন আত্মার ইতিমাদ, নেকীর খুশহালী।
সাদাকাহ মুছে দেয় দুঃখের ছায়া,
ভালবাসার আলো জ্বেলে অন্ধকারের ফিতনা।
রোজার ত্যাগে নীরব প্রশান্তি,
ধৈর্যের নিঃশ্বাসে জন্মায় সাবরের শক্তি।
“মানুষকে ভালোবাসো,” কোরআন বলে বারবার,
ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধা হোক পৃথিবীর জাহান।
মুসলিম হৃদয়ে জেগে ওঠুক উম্মাহ’র আশা,
হাদিসের আলোয় দিশা হোক প্রতিটি বাশা।
ইসলামের আহবান, শান্তি ও সৌভ্রাতৃত্বের গান,
চল পথে, চল নির্ভয়ে, আল্লাহর প্রিয়বান।
ইকবালের দীপ্তি, রাহমতের ছোঁয়া,
খুশহালী আর সাবর, হোক জীবনের কাব্যিক রোয়া।
সাদাকাহ দিয়ে মন হোক মুক্ত,
ফিতনার অন্ধকার কেটে হোক আলোর সূক্ত।
--------------------------------------------------------
২৫-১১-২০২৫
No comments:
Post a Comment