Thursday, November 6, 2025

পরকিয়ার অভিশাপ

 পরকিয়ার অভিশাপ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************************

ওহে মানব, শুনো হে শুনো, পরকিয়া হারাম,
ঝুলছে ফাঁদে জীবন, জ্বলছে সংসারের ধাম।
কোরআন বলে, “নৈকট্য যেও না ব্যভিচারের,”
সে পথ অন্ধকার, জাহান্নামের আগুনের।

হাদিসে নবী বললেন, "লজ্জা ঈমানের অর্ধেক,"
যে হারায় তা, পায় শয়তানের অমোঘ লেক।
বাংলার গাঁয়ে ঘরে ঘরে কান্নার ধ্বনি বাজে,
ভালোবাসার নামে মানুষ ডুবে পাপে সাজে।

তালাকের শব্দে কেঁপে ওঠে নীরব রাত,
চুপচাপ কাঁদে স্ত্রী, ভাঙে সংসার, নিঃশেষ প্রভাত।
বিচ্ছেদের কাগজে শুকায় প্রেমের রঙিন ফুল,
পরকিয়ার ছোঁয়ায় হয় জীবন অচেনা ভুল।

সন্তান এতিম হয়ে ঘুরে, বলে, “আমার মা কোথায়?”
বাবা মায়ের ছায়া পায় না, দুঃখে বুক ফাটায়।
বিদ্যালয়ের মাঠে হাসি হয় মলিন,
ভালোবাসার নামে কষ্টের হয় বিলীন।

লজ্জায় ঝুঁকে পড়ে মুখ, সমাজ করে তিরস্কার,
বংশের সম্মান মাটিতে মিশে যায়, হয় লজ্জার ভার।
কেউ সহে না অপমান, কেউ ঝাঁপ দেয় মৃত্যুর ছায়ায়,
আত্মহত্যার খবর ছড়ায়, কান্না ওঠে নিঃশেষ মায়ায়।

বিচ্ছিন্ন নারী পুরুষ হয়, শূন্য ঘরে ধ্বংসের গান,
ভালোবাসার নামে মিথ্যা, তাতে শয়তানের টান।
রাতের ঘুম হারায়, স্বপ্ন হয় বিষাক্ত আগুন,
পরকিয়ার পথে সুখ নয়, শুধু পাপের ধ্বংস ধুন।

কবরেও শান্তি নেই, শাস্তি ভয়ংকর ভার,
আগুনে জ্বলে আত্মা, চিরন্তন ধ্বংসের পার।
আল্লাহর রোষে ভীত পৃথিবী, আকাশ গর্জে ওঠে,
হারাম প্রেমে লিপ্ত প্রাণ জ্বলে জাহান্নামের গহ্বরে।

ফিরে চলো মানব, তওবা করো হৃদয়ের আলোয়,
রক্ষা করো ঘর-সংসার, চলো ঈমানের পালোয়।
পরকিয়া ছায়া ত্যাগ করো, ধরো আল্লাহর দীন,
পবিত্র প্রেমেই লুকায় সত্য সুখের দিন।
--------------------------------------------------------


০৬-১১-২০২৫

No comments:

Post a Comment