শয়তান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
শয়তান তো এক শত্রু, মনের অন্ধকার,
আল্লাহর পথে বাঁধা, কলঙ্কের আগুনের ধার।
মোজেসের আগে থেকে, ছিল সে বিপথগামী,
মানুষের হিতের শত্রু, পাপে ডুবে থাকায় রাহী।
আল্লাহর আদেশে, সেজদা সে করল না,
গর্বে ভরা মন, আল্লাহর বিরুদ্ধতা।
অদৃশ্য এই শয়তান, দেখায় পাপের পথ,
কুরআন আর হাদিসে, চিহ্নিত তার অন্তর্ভুক্ত।
বলেছে আল্লাহ, "শয়তান তোমাদের শত্রু,
তাকে শত্রু জানো, এ পথেই যাও না ভুল।"
তার মিষ্টি কথায় ভুলিয়ে ফেলে সত্য,
সিদ্ধান্ত নেয় যারা, শয়তানই তাদের মিত্র।
হাদিসে বলেন নবী, "এ চিহ্নিত শত্রু,
যার কর্ম সকল পাপের, তাকে পরিহার করো।”
সে পথ হারায়, আর দুষ্টুমিতে পরে,
আল্লাহর রহমত থেকে, সে নিঃশেষ হয়ে যায়।
মনে রেখো, আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়,
শয়তান কেবল ঘুরে, যে অন্ধকারে চলে যায়।
ধৈর্য ধরো, আল্লাহর পথেই হেঁটো,
শয়তান সবসময়ই, তোমাদের পথের মঞ্চের নয়।
------------------------------------------------------
০৬-১১-২০২৫
No comments:
Post a Comment