জাহানরা আজ কাঁদে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
জাহানরা আজ কাঁদে, আকাশ আজ নীরব,
মানবতা মরে গেছে— হৃদয় আজ সিরব!
নররূপে ঘুরে বেড়ায় পিশাচ বীভৎস,
নারী আজ বন্দী, স্বাধীনতা ক্ষতবিক্ষত!
পথে ঘাটে, বাসে, লঞ্চে, অফিস আদালতে,
লালসার নখে রক্ত ঝরে প্রতিক্ষণে মাততে!
শিক্ষালয়ে নষ্ট শিক্ষক দাঁড়ায় হায়েনা হয়ে,
মায়ের মুখে শাপ উঠে— “মানুষ কেন মরে যায় না সয়ে!”
নারীর চোখে কান্না, ভয়ে কাঁপে প্রাণ,
যে হাসত একদিন, সে আজ লজ্জার দান।
পথের বাতিতে ঝুলে তার আর্তনাদ,
“বাঁচাও আমায়, ওরে আল্লাহ! কোথায় তোর বাদ?”
অভিযোগ তো ওঠে, হয় তদন্ত রোজ,
তবু বিচার আসে না— লজ্জা যেন লোহ রোজ!
ফাইলের স্তূপে ঢেকে যায় নারী জীবনের কাহন,
লালসার দানব হাসে— “এই তো মানব আইন!”
ওরে সমাজ! তোর চোখে ধুলো কে দিল?
নারীর অশ্রুতে ভিজে তবু বিবেক মরে গেল!
যে নারী তোর জননী, বোন, তোর ঘরের আলো,
তাকে তুই দিলি অপমান, তুই মানুষ ভালো?
ওরে দোষী, তুই কাপুরুষ, তুই অভিশপ্ত দানব,
তোর রক্তে আগুন জ্বলুক, তোর ঘরে হোক রাব্বি রব!
নারীর অশ্রু আগুন হবে, পুড়বে তোর নরক চুলা,
তোর পরিণতি লিখা আছে— বিচার আসছে তুলা!
জাহানরার কান্না আজ জাতির কলঙ্ক,
তার অশ্রুতে ধুয়ে যাক অন্যায়, হোক দণ্ড অমলঙ্ক!
নারী আর নীরব নয়— নারী এখন আগুন,
তাঁর চোখে ঝলসে যাবে, পিশাচ, তোর জীবন রঙিন বাগুন!
গর্জে উঠুক নারী, উঠুক মানবতার দল,
“নারী মানেই মর্যাদা”— এ স্লোগানে জ্বলুক বল!
যে নারী দেয় জীবন, সে অপমান পায় কেন?
জাহানরার কান্নায় আজ— কাঁদে গো বিশ্ব ভুবন!
জাগো হে শাসক! তোর ঘুম আজ পাপ!
নারীর অশ্রুতে জ্বলছে দেশ, মাটি, আকাশ, শাপ!
কেন তুই চুপ? কেন তোর রক্তে বরফ?
জাহানরার চোখে দেখ, আগুনের তরফ!
------------------------------------------------------------------
০৯-১১-২০২৫
No comments:
Post a Comment