Sunday, November 9, 2025

টাকার তাজে মুকুট

 টাকার তাজে মুকুট

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

কি জমানা এলো ভাই, আজ বড়োই বিস্ময়,
শিক্ষা-দীক্ষা, জ্ঞান-গরিমা গেছে হারিয়ে কোথায়?
যে পেত সম্মান জ্ঞানে, যেই করত প্রভা দান,
সে আজ কোণে পড়ে নিঃশব্দ, নত শিরে অবমান।

টাকাই আজ রাজা, ক্ষমতাই বিধান,
মানুষ নয়, মানদণ্ড আজ পয়সার পরিমাণ।
যে যত ধনী, সে তত মহান,
ফুলের মালা, দাওয়াত, সম্ভাষণ, জয়ধ্বনি তারই গান।

কোথায় গেল সেই গুণী, বিনয়ী জন,
যে আলো দিত সমাজে, করত সুশিক্ষার বরণ।
আজ অশিক্ষিত ভণ্ড, চাঁদাবাজ সন্ত্রাসি,
মঞ্চে উঠে অতিথি, মাথায় তার ফিতে বাঁধা হাসি!

রাজনীতি, ওয়াজ-মাহফিল, সমাজের আয়োজন,
সবখানে আজ অর্থেরই একচ্ছত্র রাজত্বের জয়ধ্বনন।
যে নেই ভদ্রতা, যার নেই নৈতিক মান,
তাকেই বলে “সম্মানিত অতিথি”, করে স্তুতির গান।

জ্ঞানীরা নীরব, মুখে যেন তালা,
টাকায় কেনা যায় সম্মান, বিক্রি হয় ভালো-মন্দের পালা।
এই যদি চলে, এই যদি হয় পথ,
তবে সমাজ হারাবে জ্যোতি, নামবে অন্ধকারের রথ।

হে মানব, জাগো তুমি, ভাঙো এই ধারা,
সম্মান দাও যোগ্যকে, ফিরাও সত্য সারা।
জ্ঞান, নীতি, চরিত্রে হোক সমাজের মান,
অর্থ নয়, গুণই হোক মানুষের আসল পরিচয় ও প্রাণ।
---------------------------------------------------------


০৯-১১-২০২৫

No comments:

Post a Comment