ফেরেস্তা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
ফেরেস্তা আসমানে, আল্লাহর আদেশ সঙ্গী,
নির্ভীক তারা চলা, সৎ পথে চিরন্তন রঙ্গী।
রাত্রি-দিনে সেবা, শান্তি ছড়ায় তারা,
ভয় ও শ্রদ্ধায় ভরে, হৃদয় যেন মধুর আঁধার ভাঙা।
কোরআনে এসেছে, “মালাএকাতু” নামে পরিচয়,
যারা আদেশ মেনে চলে, ভুলের নেই কোনো ভয়।
শাস্তি দেয় যখন, নিখুঁত ন্যায় আর সততা,
রহমত দেয় যখন, ভরে হৃদয় আনন্দময়তা।
মৃত্যুর মুহূর্তে আসে, জীবনশেষের পথে,
ফেরেস্তা থাকে পাশে, আল্লাহর হুকুমে যথার্থ ছায়া ছড়ে।
হাদিসে বর্ণিত, তারা সত্য ও রহমতের বাহক,
মানুষকে শান্তি দেয়, অপরাধে হয় শাস্তির পাথক।
মানুষের পাশে আসে, অদৃশ্য রূপে চুপিচুপি,
রহমত বয়ে আনে, শাস্তি দেয় যখন অপরাধী।
তাদের কাজ নিঃস্বার্থ, লোভ নয় কখনো,
শুধু আল্লাহর আদেশে, সৎ পথে তারা চিরন্তন অমলময়ো।
আল্লাহর রহমত, তাদের হাতে জ্বলে,
ভয় ও শ্রদ্ধার মিশ্রণে হৃদয় ছুঁয়ে যায় ঢলে।
অলস নয় তারা, কখনো মন্দের সঙ্গে নয়,
সৎ কাজ ও সাহসে পূর্ণ, তাদের চিরন্তন ফয়সালয়।
ফেরেস্তার ছায়া আসে, জীবন-যাত্রা সঙ্গী,
আল্লাহর পথে তারা দ্যুতি, শান্তির অমূল্য রঙ্গী।
কোরআন হাদিসে বর্ণিত, এই বাহিনীর মহিমা,
আল্লাহর আদেশে স্থির, হৃদয় হয় তাদের কাছে মমিমা।
ফেরেস্তার আলোয় ভরে জীবনের প্রতিটি ছায়া,
আসুক সেই দিন, শান্তি ছড়াক, হৃদয় হোক আলোর মায়া।
---------------------------------------------
০৬-১১-২০২৫
No comments:
Post a Comment