রাজনীতির ভণ্ডামী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
দেখ, দেখ, দিকে দিকে ছড়িয়েছে ভণ্ডামী,
রাজনীতির মঞ্চে মঞ্চে আজ শয়তান নামি।
ছদ্মবেশী নেতা, সুন্নাতি পোশাকে মোড়া,
ওয়াজে দেয় তফসির, অথচ মিথ্যা তোড়া।
মসজিদের পথে কখনো পা রাখেনি,
নামাজ পড়া মনে নেই, মুখ ভরলে কথার ত্রুটি।
হক কথা কখনো বলেনি,
ভোটের লোভে লেপে রাখে মুখোশে অন্তর তার চুপি।
মঞ্চে নাটক, অভিনয়, সবই খালি কাগজে,
মিথ্যে বয়ান, মিথ্যে আশ্বাস, জনতার চোখে ধূসর ধোঁয়া।
ভোট আসলেই সে ছদ্মবেশে ধরা দেয়,
কী দরকার, বল, এত অভিনয়ের খেলা?
জনতা দেখে, বুঝে, আর বিশ্বাসে না,
ভোটের মঞ্চে নয়, চরিত্রই সত্যের ল্যাম্প।
রাজনীতির ভণ্ড, ছদ্মবেশী, মিথ্যাবাদী,
অভিনয়ের অজস্র খেলা, অন্ধকারের ছায়া।
নিজের চরিত্রে থাকলেই শ্রেয়,
ভোটের লোভে নাটক কেন, মুখোশে আড়াই হেসে?
দুনিয়ার নজর এড়াতে পারেনি কেউ,
ভণ্ডামীর মুখোশ ফেটে যায় সত্যের ঝড়েতে।
----------------------------------------------
২৬-১১-২০২৫
No comments:
Post a Comment