সেই গোলাপটি ফুটেছিল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
সেই গোলাপটি ফুটেছিল বাগানের মগডালে,
প্রভাতী রোদে लাজুক রঙে স্বপ্ন তুলেছিল গালে।
পাপড়িগুলো ছড়ানো যেন নবযৌবনা তরুণী,
নীরব চোখে তাকিয়ে থাকে— আহা, কী সে চঞ্চল ধরণী!
অপলক দৃষ্টির ভেতর ছিল ডাক অদৃশ্য কোন,
চুপিচুপি বলছে যেন— এসো ছুঁয়ে দাও মন।
হৃদয়ের গভীর জলের তলে উঠল ঝড় তুমুল,
তরঙ্গে তরঙ্গে কাঁপছে প্রাণ— একে কি বলা যায় ভুল?
শরীরের ভাঁজে ভাঁজে তার স্পর্শে আগুন জ্বলে,
লাজুক সুরে দোলে গোলাপ— রঙ যেন ঢেউ তোলে।
আঙুল ছোঁয়া মাত্রই সে নিচু করে দিল মাথা,
হাসল মৃদু, যেন বুকের ভেতর খুলল প্রেমের পথা।
ফিসফিস করে বলল সে—
“তোমাকে ভালোবাসি আমি, তোমায় চাই অনন্তকাল,
পাপড়ির রক্তিম হৃদয় আমার— তোমার জন্য একাকার!”
সেই গোলাপটি আজও বাগানের মগডালে রয়,
যেন প্রেমের প্রথম অঙ্গীকার— চিরস্বপ্নের নীরব পরিচয়।
-----------------------------------------------
১৮-১১-২০২৫
No comments:
Post a Comment