Tuesday, November 4, 2025

আত্মনির্ভরশীল নারী

 আত্মনির্ভরশীল নারী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************************

জাগো হে নারী! তোরে ডাকে প্রভাতের রবি,
অন্ধকার ভেদি জাগ, তুই যুগ-প্রেরণার নবী।
শাহিনুর তোর নাম, তোরে চিনে বিশ্বপানে,
আলোকিত সে তোর পথ, জ্ঞানের অমল প্রানে।

দোষু নারায়ণপুরে ফুটেছিল তোর কুসুম,
রাহেলা মাতার কোলে জেগেছিল জ্ঞান-ধ্বনি, মধুর রুম।
আব্দুস সামাদের আশীর্বাদে তুই বেড়ে উঠেছিস বল,
সাহসী কন্যা, তুই আজ বিজয়ের প্রতীক, জ্বলজ্বল!

তাজউদ্দিন আদর্শ বিদ্যালয়ে প্রথম তোর পাঠশালা,
কলমে আঁকিস তুই ভাগ্য, নয় কারো দয়া-ভিক্ষা।
কাপাসিয়ার কলেজ মাঠে তুই ছুঁয়েছিলি আকাশ,
জ্ঞান তোর দীপ, মনের শক্তি, দৃঢ়তার ইতিহাস।

জাতীয় বিশ্ববিদ্যালয় তোর প্রজ্ঞার প্রমাণ,
বি.বি.এস, এম.বি.এস – ম্যানেজমেন্টে অনুপম দান।
পদে পদে তোর অধ্যবসায়ে জ্বলে ওঠে দীপ,
তুই আজ শিক্ষক, তোর জ্ঞানে সমাজ হোক চিরস্নিগ্ধ সিক্ত।

নারী তুই কোনো দুর্বল নয়, তুই শক্তির মূর্তি,
তোরে সৃষ্টি করেছিল ঈশ্বর নিজ শক্তি হতে পূর্তি।
জীবনের আঁধারে তুই বাতিঘর, প্রেরণার আলো,
তোর চরণে সমাজ নত, তোর হাতেই ভবিষ্যতের পালো।

যে তোরে ছোট করে, সে জানে না ইতিহাস,
নারীর চোখে লুকানো আছে বিপ্লবের আকাশ।
রক্তে তোর আছে সৃষ্টির দীপ্তি, কর্মের গান,
তুইই তো মানবতার সূর্য, আলোকিত প্রাণ!

বাঁধন তোরে জড়াবে কে, তুই তো মহাকালের ধারা,
তোরই স্পর্শে জাগে বনে পুষ্পিত বিকাশারা।
তোর ত্যাগে ভরে ঘর, তোর শ্রমে বাঁচে দেশ,
আত্মনির্ভর নারী, তুইই সভ্যতার শেষ বিনেশ।

নীরবে তুই বুনিস আশা, বুকে রাখিস আগুন,
শিক্ষার আলোয় তুই করিস অন্যায়ের অনুন।
শাহিনুর তুই প্রতীক আজ, নারীজাগরণের দীপ্তি,
তোর পথে চলবে আগামী প্রজন্ম, সংগ্রামের নীতি।

তোর কণ্ঠে বাজে বিদ্রোহ, তোর চোখে জ্বলে দীপ,
নবযুগের নারী তুই—জ্ঞান, শ্রম, সাহসের প্রতীক।
তুই দেখিয়েছিস জগৎকে, নারী নয় কেবল স্নেহ,
নারী মানে বিদ্যা, বল, বীর্যের উজ্জ্বল গেহ।

তোর হাসিতে আলোকিত ভোর, তোর শিক্ষায় জাগে প্রাণ,
তোর কর্মে জাগে সমাজ, তোর দৃষ্টিতে নব-বাণী গান।
আত্মনির্ভর তুই নারী, যুগের গর্ব, তোরে সালাম,
তুই প্রমাণ – নারী মানেই শক্তি, আলো, অবিচল প্রাণ!
----------------------------------------------------


০৪-১১-২০২৫

No comments:

Post a Comment