Tuesday, November 4, 2025

আদর্শ শিক্ষক

 আদর্শ শিক্ষক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

হে নাজমুল করিম, আলোর দিশা, জাতির নব জাগরণ,
তোমার বাণী বজ্রকণ্ঠে, জাগায় ঘুমন্ত মন।
তুমি গুরু নও কেবল, তুমি যুগের প্রেরণা,
তোমার ছোঁয়ায় পায় নবজীবন, ছাত্র হৃদয় শুদ্ধ সোনা।

তুমি শিখাও—“সত্যই শক্তি, অন্যায় মানা নয়”,
তোমার চোখে জ্বলে দিগন্ত, তেজে ভয়ও ক্ষয়।
তুমি প্রেমের, ন্যায়ের, শ্রমের দীপ,
তোমার বুকে জ্বলে ঈমানের নীপ।

তুমি বলো—“মানুষ হও, ধর্মে ন্যায়ে স্থির থেকো”,
“দেশপ্রেমে গড়ে তোলো মন, সেবায় জীবন ঢেকো।”
তোমার কণ্ঠে বিপ্লবী সুর, তব বাণী আগুন শিখা,
তুমি গড়ো চরিত্র, ভাঙো মিথ্যা, সত্য করো দীক্ষা।

নাজমুল করিম! তুমি নও নামের শিক্ষক,
তুমি জাতির প্রহরী, পথের আলোকিত দীক্ষক।
তুমি নীরব তবু উচ্চতর, ন্যায়ের মূর্তি প্রাণে,
তোমার শাসন স্নেহে মেশে, ভালোবাসার টানে।

তুমি বলো—“দেশের তরে প্রাণই উৎসর্গ”,
“জ্ঞান ছাড়া জাতি অন্ধ, শিক্ষা হোক অর্ঘ্য।”
তুমি পরিশ্রমে রচনা করো ভবিষ্যৎ প্রজন্ম,
তোমার আদর্শে বাঁচে আশা, গড়ে নব চেতনা গম্ভীর সম্ম।

নাজমুল করিম, তুমি শিক্ষক নয়—তুমি জাতির মান,
তোমার পদে প্রণাম জানায় কৃতজ্ঞ মানবজ্ঞান।
তোমার মতো গুরু থাকুক যুগে যুগে ধ্রুবতারা,
তোমার আলোয় পথ দেখুক নতুন প্রভাত সারা।
-----------------------------------------------------


০৪-১১-২০২৫

No comments:

Post a Comment