Tuesday, November 4, 2025

নিখোঁজ সংবাদ

 নিখোঁজ সংবাদ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

কোথায় গেলে হে মতিলাল, তোমায় পায় না কেউ?
সন্ধ্যার ছায়ায় হারালে তুমি, ঝরে নিঃশেষ আলো ঢেউ।
ইস্কাটনের পথে পথে, প্রশ্ন ওঠে ঘরে ঘরে—
“ফিরে এলে না ডাক্তারবাবু, কী আঁধার এলো নগর ঘোরে?”

মীনাক্ষীর দু’চোখে এখন জোয়ারে বেদনার স্রোত,
দরজার পাশে জ্বলছে প্রদীপ, আশায় অনির্বাণ জোট।
গ্রামের পথে কান্নার ধ্বনি— কাপাসিয়া নিঃশব্দ আজ,
চেনা মুখের খোঁজে সবাই, ডাকে প্রভু, করে সাজ সাজ।

মানুষ যার প্রাণে মিশে, চিকিৎসায় দান করেছেন প্রাণ,
সেই আলোর মানুষ হারিয়ে গেলে, নীরব হয়ে যায় গান।
হে মতিলাল, ফিরো ফিরে, জনতার আকুল ডাক—
তোমার চশমা পড়ে আছে, অথচ তুমি কোথায় রাখ?

আকাশে জেগে পূর্ণ চাঁদ, তবু মনটা অন্ধকার,
কোথায় তুমি মানবপ্রেমী, কোথায় তোমার স্নেহের ভার?
হে প্রিয় চিকিৎসক, ফিরো ঘরে, কাপাসিয়া কাঁদে আজ,
প্রার্থনায় ভিজে মাটি-আকাশ, তোমারই নামে বাজ।
-----------------------------------------------------


০৪-১১-২০২৫

No comments:

Post a Comment