বন দস্যু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************************
জাগো হে জনতা! জাগো হে বীর!
সবুজ লুটে নেয় দস্যুর দল নির্দয় ধীর।
কাপাসিয়ার বুকে আজ কান্নার হাহাকার,
বন উজাড় করে হাসে তারা—অধিকারধারী শিকার!
ক্ষমতার ছত্রে ভয় নাই কারো,
আইন প্রশাসন তাদের দ্বারে হারো।
বনবিভাগও নীরব, বুঝি লোভে পা দিয়েছে,
জনতার সম্পদ তারা ভাগাভাগি করে নিয়েছে!
যে গাছ দিত প্রাণবায়ু, ছায়া, সুখের গান,
আজ তা পড়ে রক্তে ভেজা কাঠের মান।
করাতের দাঁতে করুণা নাই, মানবতা নাই,
সবুজ আজ বন্দী, দস্যুর রক্তজমা ঠাঁই!
সাংবাদিক গেল সত্য বলিতে—
ফিরে এল সে ক্ষতবিক্ষত বুকে লিখিতে!
বলে তারা—“ক্ষমতা আমাদের, আইন আমাদের হাতে,”
হে আল্লাহ! এই অন্যায় কবে মুছিবে রাতেতে?
দস্যু নয় তারা—ধরার অভিশাপ,
তাদের হাতে বনভূমি আজ বিলাপ।
ফুল ঝরে, পাখি মরে, নদী কাঁদে বেদনায়,
সবুজের বুক আজ রক্তে রঞ্জিত হাহাকারে।
জাগো হে মানুষ! শপথ করো প্রাণে,
বন বাঁচাও, দেশ বাঁচাও, অন্যায়ের টানে!
কাপাসিয়ার বন ফেরাও প্রাণে,
সবুজ হোক মুক্তি—ন্যায়ের তরণীতে গানে!
----------------------------------------
০৫-১১-২০২৫
No comments:
Post a Comment