রাজনীতির মুনাফিক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
হে জনতা! শোনো, শোনো তাদের নাট্যরঙ্গ,
মঞ্চে হাসি, ভেতরে বিষের অন্ধকার কঙ্গ।
কথায় তারা স্বাধীনতার গান,
কিন্তু ঘরে নিয়ে আসে শুধু লুটের মান।
নগর-বাংলায়, গ্রামে গ্রামে শোনা যায় চীৎকার,
জনতার ঘামে, দুঃখে, বিষাদে তারা করে কারবার।
মিথ্যার বেলায় বোনা তাদের কথার জাল,
শান্তির মুখোশে লুকানো লোভের চাল।
পদে পদে তারা বোনে ষড়যন্ত্রের তন্তু,
ক্ষমতার আসনে বসে, লুটে নেয় জনতার অন্তঃকরণ।
প্রতিশ্রুতিতে মোড়া, কিন্তু সত্যের অবহেলা,
জনতার চোখে পড়ে তাদের দোষের ঝাঁপেলা।
হে তরুণ! চোখ খোলো, শোনো মনের স্বর,
মুনাফিকের রাজনীতি বয়ে আনে কেবল ধ্বংসের ঝড়।
দুঃখ, ক্ষুধা, দারিদ্র্য—এ সব তাদেরই সৃষ্টি,
স্বার্থের পেছনে তারা ভুলিয়ে দেয় জাতির সৃষ্টিশক্তি।
তাদের রাজ্য নয়, তাদের খেলা নয়,
অন্যায়, অবিচার, লোভ—এই তাদের ছায়া ছায়া ছায়।
হে মানুষ! রুখো তাদের, করো বিদ্রোহের ডাক,
নির্দয় মুনাফিকের রাজনীতি হবে চিরকাল ধ্বংসপ্রদর্শক।
------------------------------------------------
০৫-১১-২০২৫
No comments:
Post a Comment