ভয়ঙ্কর রাজনীতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************************
এদেশ বিপন্ন আজ; জানি আজ নিরাশ জীবন—
মৃত্যুরা প্রত্যহ সঙ্গী, শাসকের আক্রমণ অবিরাম।
ভয়ঙ্কর রাজনীতি আঁকে রক্তের অ্যালপনা,
কানে বাজে দমন-পীড়নের নিঃশব্দ আর্তনাদ।
তবুও সুদৃঢ় আমি, আমি এক ক্ষুধিত নাগরিক,
আমার সম্মুখে শত্রু: হিংসা, বিশ্বাসঘাতকতা, লুটপাট।
শত্রুর আঘাত, দুর্নীতি উদ্দীপ্ত শপথে,
দমন-পীড়নের ছায়ায় প্রতিদিন নিভে যায় আশা।
কঠিন প্রতিজ্ঞা—স্তব্ধ কারখানায় শ্রমিকের দৃঢ় সংকল্প,
প্রত্যেক নির্বাক যন্ত্র প্রতিবাদে গর্জন করে।
আমার হাতে স্পর্শে প্রতিদিন প্রতিরোধের ধ্বনি,
স্মরণ করায় পণ; অবসাদকে দেই বিসর্জন।
ভয়ঙ্কর রাজনীতির যন্ত্রের বুকে যুদ্ধ ঘোষণা,
যুদ্ধ আমার যুদ্ধ, তারই পথে গোনা দিন।
অদূর দিগন্ত আসে ক্ষিপ্র দিনের জ্যোতি,
আমার দৃষ্টিতে লাল প্রতিবিম্ব মুক্তির পতাকা।
শত্রুর স্বৈরাচারী শক্তি, ফ্যাসিবাদ, মবতনত্র—
প্রচুর প্রচুর দুর্নীতি, চাঁদাবাজি, দখল-মীরজাফরি।
আমার বেগান্ধ হাত, অবিরাম প্রতিরোধের প্রসব,
প্রচুর প্রচুর সৃষ্টির উৎসবে জয় হবে নিশ্চিত।
হে জনতা! ভয়ঙ্কর রাজনীতি ভাঙো আজ,
হিংসা, দমন, বিদ্বেষ—সব অন্ধকার দূর করো।
সততার সোনার তীর নিক্ষেপে বিজয় আনবে,
ভয়ঙ্কর রাজনীতি চিরদিন হারাবে আলোয়।
-----------------------------------------------
০৫-১১-২০২৫
No comments:
Post a Comment