Wednesday, November 5, 2025

নিত্তি

 নিত্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************************

হে মানব, মনকে কর প্রজ্ঞার আলোয় জাগ্রত,
নেতিবাচক চেতনা দাও বিদায়, দাও তুষ্টি।
সৃষ্টিকর্তার পথে চল, না ভ্রান্তির খোঁজে,
নিশ্চিত নিত্তি শেখে সে, যে রাখে দিশারি।

আল্লাহ বলেছে: "হে মুমিন, সত্য ও ন্যায়ে থাক,
অপরাধ থেকে দূরে থাকো, হৃদয় হবে মুক্ত।"
প্রভুর নীরব আদেশে লুকানো শক্তি,
মোমিনের অন্তরে জাগায় আলোর মূর্তি।

নেতিবাচক ইচ্ছা ত্যাগ করো, হে প্রিয়,
সৎকর্মে জীবন ভাসাও, করো ভ্রাতৃত্বের বাণী।
হাদিস বলে: “সত্যবাদী মুক্তি পায়,
ধৈর্যশীলই ধনশালী হরদিনের স্বপ্নে।”

হে প্রাণ, নিত্তি শুধু কেবল শব্দ নয়,
এটি জীবনের পথে পদচিহ্ন, রূপান্তরের সোপান।
অহংকার, লোভ, লালসা, হিংসা ত্যাগ করো,
প্রকৃত নিত্তি দেখাবে আল্লাহর স্নেহের চিহ্ন।

নিশ্চয়, নিত্তি হল হৃদয়ের শান্তি,
মানবের জীবনের সত্যিকারের গহ্বর।
হে মুমিন, চলো সৎকর্মের পথে,
সত্য ও ন্যায়ের আলোয় জ্বলো চিরকাল।
---------------------------------------------------


০৫-১১-২০২৫

No comments:

Post a Comment