পরিবারতন্ত্রের দৈরাত্ত্ব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
কিসের রাজনীতি করো হে নেতা, বলো?
পরিবারতন্ত্র গ্রাসিয়াছে তোমার স্বপ্নের ঢল, হে প্রহর!
মিছিল-মিটিং পথ অবরুদ্ধ, ঘরে ফিরো শূন্যে,
জুলুম হুলিয়া অপমানে ভরা, শুধুই তোমার, প্রভু হে!
নও তুমি কারো স্ত্রী, নও কারো সন্তান, নও রক্তের ধারায়,
যত বড় নেতা হও, বঞ্চিত তোমার ন্যায্য ধারায়।
নমিনেশন বঞ্চিত, পদবী শুধু স্বপ্নের নেশা,
বিরোধী দলে হ’লে হয় তোমার ঘর ফাঁকা, কারা দরজা বন্ধ রেশা।
পরিবারতন্ত্রের শিকলে বাঁধা, গণতন্ত্র অধরা,
যোগ্যতা থাকলেও তুমি অযোগ্য, এই রাষ্ট্রের পর্দা।
বিক্রি হয়ে যায় নেতা নেত্রী, মন্ত্রি মালিকের তখলিক,
অর্থ-সাম্রাজ্যে ভেসে যায় ক্ষমতার শিরে শিরিক।
তোমার আশা, তোমার আকাঙ্খা, সবই শুধুই শূন্য,
পরিবারতন্ত্রের ভীড়ে, ক্ষুদ্রতাও হয়ে যায় বন্ধ।
নিয়ম-কানুনের নাম কেবল, কাগজে মুদ্রিত,
বাস্তবতা হলো ভীতি, ভয়, আর শাসকের বৃত্ত।
হে নেতা! তবু ক্ষয় হোক না,
সত্যের দীপ জ্বালো অন্তরে, আঁধারে ভাসাও আলো।
পরিবারতন্ত্রের দৈরাত্ত্বে নয় হোক ক্ষমতার জয়,
গণতন্ত্রের শিখা জ্বালো, মুক্ত হোক জনের অহংয়।
তোমার রক্তে বাজুক স্বাধীনতার সুর,
অবিচল, অদম্য, হোক প্রজাদের মধুর।
যুদ্ধ হোক অন্ধকারের বিরুদ্ধে, জুলুমের জালে,
বাংলার মাটিতে জাগুক স্বাধীনতার নতুনrale।
পরিবারতন্ত্রের দৈরাত্ত্ব আজও আছে, কিন্তু হে নেতা,
জনগণ জাগুক, ক্ষুধার্ত হৃদয় হোক অটল, অদম্য ভাতা।
---------------------------------------------------
০৫-১১-২০২৫
No comments:
Post a Comment