Thursday, November 6, 2025

তৃণমূল কর্মী

 তৃণমূল কর্মী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************************************

তৃণমূল কর্মী — নামটি যেন ত্যাগের প্রতীক,
দলের প্রাণ, রক্তে মিশে আছে তার শপথ অনন্ত দীপিক।
হাতের ফোস্কা, ঘামে ভেজা কাঁধ, রাত্রির ঝড়েও দাঁড়ায়,
নেতার নামে শ্লোগান তোলে, নিজের ক্ষুধা ভুলে যায়।

জেল, জুলুম, হুলিয়া— তার জীবনের অলংকার,
বুকে চেপে রাখে দুঃখ, তবু মুখে হাসির অঙ্গার।
গৃহে ক্ষুধার কান্না বাজে, সন্তান চেয়ে থাকে চেয়ে,
তবু বলে— “দল বাঁচুক আগে, আমায় রাখো পরে।”

মিছিলের রাস্তায় লাঠির ঘা, তবু সে পিছু হটে না,
অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দেয়, মৃত্যু ভয় পায় না।
ভোটের মাঠে ভোর থেকে রাত, শত্রুর ছোড়া গুলি খায়,
নেতা হাসে টেলিভিশনে, তৃণমূল কবরের মাটি ঢাকে!

যে বীজ বোনে মাঠে মাঠে, ফসল ফলায় রক্তে,
সে-ই কর্মী পরে ফেলে রাখা হয়— ইতিহাসের খাতায় ভ্রান্তে।
আর যাদের ঘামে জন্মে ক্ষমতা, তারা তো ভোগে বিলাসে,
গাড়ি, বাড়ি, পদ-পদবি— সবই ভাগ হয় উঁচু আসনে।

তৃণমূল কর্মী তখন দাঁড়ায় লাঞ্ছিত, নত, নিঃস্ব,
নেতা বিদেশে, সে লুকায় জেলে— তারই নামে মামলা রচে কৌশল।
পুলিশের বুটে পিষ্ট হয় তার বুক,
আর তার চিৎকার ঢেকে দেয় মাইকের ধ্বনি, “জয় দল!” — এই সুখ।

যে দেয় রক্ত, যে রাখে দলের মান,
তার ঘরে নেই চাল, নেই চিকিৎসা, নেই সম্মানের স্থান।
দলের নামে সে দেয় প্রণাম, নেতা নেয় তিরস্কার,
তবু বলে— “আমার দলই আমার ঈমান, আমিই তৃণমূলের কারিগর।”

একদিন হয়তো ইতিহাস লিখবে রক্তের কালিতে তার নাম,
যে কর্মী ছিল রাজনীতির মূল, অথচ পেলো না সম্মান!
বলে যাবে ভবিষ্যৎ প্রজন্ম —
“তৃণমূল কর্মী হলো সেই অজানা শহীদ,
যার ঘামে দাঁড়িয়ে থাকে নেতাদের রাজপ্রাসাদ,
আর সে থাকে পথে, নিঃস্ব, পরিত্যক্ত, অথচ অবিচল বিশ্বাসে দৃঢ়!”
---------------------------------------------------------


০৬-১১-২০২৫

No comments:

Post a Comment