তরুণীর মুখে গাঁজা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
তরুণীর মুখে গাঁজা—ধোঁয়ার মতো ভাসে দুঃখ,
চোখে তার বিষণ্ন আগুন, হৃদয়ে নিভে গেছে সুখ।
যে মুখে ছিল হাসির ফুল, আজ সে মুখে মৃত্যুর ছোঁয়া,
তরুণীর মুখে গাঁজা—ভালোবাসা আজ ছাই হয়ে যায় গো ছোঁয়া।
স্কুলের চৌহদ্দি পেরিয়ে, বইয়ের গন্ধ হারায় কবে,
কলেজপথে নয় আর জ্ঞান—নেশার ঘোরে মনটা ভবে।
অলি-গলি, পার্কের ছায়ায়—ধোঁয়া ভাসে নির্ভয় মনে,
তরুণীর মুখে গাঁজা—লজ্জা মরে জনতার ক্ষণে।
চুলে তার জড়ায় গন্ধ ধোঁয়ার, চোখে ঝুলে নিঃশেষ রাত,
প্রেমের নামে শরীর বিকায়, মরে ভিতরে মানবজাত।
হায়, যে কন্যা মায়ের কোলের ফুল, আজ পথের পাশে ছাই,
তরুণীর মুখে গাঁজা—নির্মলতা আজ মৃত্যুর ঠাঁই।
বন্ধু হাসে, প্রেমিক হারায়, নামটি মুছে ধোঁয়ার ঢেউ,
যে পথ ছিল আলোর দিকে, আজ তা শুধু অন্ধকার বেউ।
বাবার মুখে নীরব কান্না, মায়ের চোখে প্রশ্ন ঝরে,
“কোথায় গেল আমার মেয়ে?”—ধোঁয়ার কুয়াশা ঢেকে মরে।
শেষ রাতে নিভে যায় জীবন, গলায় কাঁপে নিঃশেষ সুর,
স্বপ্ন মরে, শরীর কাঁদে, চোখে ছায়া নরকের দূর।
তরুণীর মুখে গাঁজা—ধোঁয়ার ভেতর ফেরেশতা হারায়,
বেঁচে থেকেও সে মৃত এখন—পাপের শিকলে প্রাণটা যায়।
---------------------------------------------------
০৫-১১-২০২৫
No comments:
Post a Comment