Wednesday, November 5, 2025

অভিশপ্ত মোটর বাইক

 অভিশপ্ত মোটর বাইক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************

শুনো হে তরুণ! বেগের মত্ততায় ডুবে যেও না—
পথে ঝরে প্রতিদিন কিশোর রক্তের বেদনা,
চাকার ঘূর্ণিতে মিশে যায় মায়ের আর্তনাদ,
হাসিমুখ সন্তানেরে কবর দেয় আজ।

হেলমেট পড়ে না, বুকভরা দম্ভে হাসে,
রাতের রাস্তায় উড়ে যায় আগুনের ভাষে!
বন্ধু বলে—“চলো দোস্ত, উড়ি বাতাসে আজ”,
অতঃপর নিথর দেহ — নিঃশব্দ সাঁজ!

বাংলার রাস্তায় লাল হয়ে যায় সড়ক,
মায়ের চোখে তখন ঝরে শোকে তরল লবণ ঢলক,
বাবার কাঁধে সেই একসময়ের বীর,
আজ শুধু কাফনের ফুল, নিঃশেষ ধূলির নীর।

তরুণী হাসে পাশে বসে, বাতাসে ওড়ে ওড়না,
অজান্তে মৃত্যুর ছায়া ফিসফিস করে কোণা,
"ধীরে চলো সন্তান আমার"— বলে মেঘের গলা,
তবুও গতি বাড়ে, বাজে নিষ্ঠুর বেলা।

এদেশে রোজ ভোরে শিরোনামে উঠে নাম,
“আরও এক তরুণ গেল — ট্র্যাজেডির দাম!”
ফেসবুকে ভাসে ভালোবাসার ছবি,
আর পেছনে কাঁদে মা — ভাঙা প্রার্থনার নবি।

তরুণ! মোটর বাইক নয় — তা যেন রাক্ষসের মুখ,
যেখানে প্রবেশ মানে মৃত্যু, ব্যথার সুখ,
বেপরোয়া গতির আগুনে পোড়ে জীবন,
নির্দয় সড়কে পড়ে থাকে রক্তরঞ্জিত মন।

তুমি যে প্রাণ, জাতির আশার প্রতীক,
মৃত্যুর খেলায় নয় — বাঁচাও জীবনের সুরভিত দিক,
থামাও গতি, ফিরাও ঘরে নিরাপদ প্রাণে,
মায়ের কোলে ফিরুক হাসি — কান্নায় নয় টানে।

হে তরুণ তরুণী, মোটর বাইক নয় দম্ভের মঞ্চ,
এ জীবনের আলো রাখো — বেপরোয়া গতি নয় পাঞ্জ।
একটি ব্রেক বাঁচাতে পারে শত জীবনের দান,
বেঁচে থাকাই জয়ের নাম — সেটাই সত্যি মহান!
-----------------------------------------------------------------------


০৫-১১-২০২৫

No comments:

Post a Comment