Wednesday, November 5, 2025

কাপাসিয়ার সেন্টমার্টিন

 কাপাসিয়ার সেন্টমার্টিন

কলমেঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************************

ধাঁধার চর, শীতলক্ষ্যা-ব্রক্ষপুত্র মোহনায় জন্মেছে প্রাণ,
কাপাসিয়ার মাঠে খেলে নদীর স্রোতের গান।
শিবপুর-মনোহরদী, কালিগঞ্জ পাশে সবুজের আলো,
বাংলার চরে বয়ে যাক আনন্দের ঢেউকালো।

পেয়ারার বাগান দুলে বাতাসে খুশির ছায়া,
আম ও কাঁঠালের ডালে পাখির কিঁচির মায়া।
আলুর ক্ষেতে হাসে উর্বর মাটির মন,
চরের সৌন্দর্যে ভরে গাজীপুর-নরসিংদীর অমলিন ধন।

বর্ষার ঢেউয় ভেসে যায় স্বপ্নের রাত,
চরের প্রতিটি কোণে ঝরে সুখের বাত।
শীতকালে শান্ত নদী, মায়ায় ভরা জল,
বাংলার হৃদয়ে বাজে ধাঁধার সোনার কল।

ভাওয়াল রাজার খাজনায় চাষি পেয়েছিল ধন,
মাতব্বর কলসিটি নদীতে ভাসায় মন।
পর্যটক আসুক, হোক উৎসবের খনি,
চরের সৌন্দর্যে ভরে গগন রূপচন্দ্রা।

মাটি উর্বর, ফলনশীল স্বপ্নের মন,
কাপাসিয়ার সেন্টমার্টিন হোক বাংলার জন।
হে শাসক! রক্ষা করো নদী-মাটির রত্ন,
ভূমি ও জলই আমাদের অমূল্য বিন।

চরের সৌন্দর্যে হোক জাতির গর্ব,
বাংলার গানে ভেসে যাক চিরদিনের শব্দ।
পাখির কিঁচিরমিচিরে ভরে উঠুক আকাশ,
ফুলের সুগন্ধে ভাসুক হৃদয়ের পাথর।

নদীর ঢেউয়ে মিলেছে আকাশের আলো,
পাখির গানে ভরে উঠেছে প্রতিটি পাল।
চরের প্রতিটি কোণে সুখ-স্মৃতির মেলা,
বাংলার হৃদয়ে বাজুক চিরন্তন সঙ্গী-খেলা।
-------------------------------------------------------


০৫-১১-২০২৫

No comments:

Post a Comment