Wednesday, November 5, 2025

মানবিক ডাক্তার

 মানবিক ডাক্তার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************

ডাঃ মতিলাল বর্মন হাসি বয়ে আনে প্রভাতে,
রোগীর দুঃখে ছায়া হয়ে দাঁড়ান যে রাতে।
কাপাসিয়া বাজারে চেম্বার আলোয় ভরে,
ঘরে ঘরে পৌঁছে যান, সেবা তার ছড়িয়ে বেড়ে।

রাত্রি নাই, দিন নাই—যে ডাক আসে সাথে,
প্রবীণ শরীরে বয়ে নেন আশা অঙ্গীনে।
অহংকার তুচ্ছ, প্রেমময় সেবাই তার সঙ্গী,
মানবতার দীপ জ্বলে হৃদয়ে চিরন্তন অমল সঙ্গী।

ছোট বড় সকলেই জানে তোর নাম,
নিবেদিত প্রাণে দান করে তুই সেবা অমল ধাম।
হাসি দিয়ে ভয় দূর করে তুই,
দুঃখের বেদনা মুছে যায় তোর স্নেহময় ছোঁয়ায়।

প্রতি পাতা, প্রতি ছায়া শান্তি বাঁধে,
রোগীর কষ্টে ভাগি হয়ে তুই দুঃখ হারিয়ে পড়ে।
সৃষ্টি কর্তা দান করুক দীর্ঘায়ু তোর,
চিরন্তন হোক এই সেবক, মানুষের জন্য আলো সরে।

রোগীর কষ্টে তোর মমতা অমল,
প্রাণের ছোঁয়ায় দূর হয় সব দুঃখকাল।
ডাঃ মতিলাল—নাম নয়, গুণাবলীর প্রতীক,
কাপাসিয়ার মানুষ স্মরণ করবে চিরকাল স্নেহময় দীক্ষা।

হাসি দিয়ে দুঃখ দূর কর, দাও শান্তি প্রভাতে,
নিবেদিত প্রাণের সেই আলো জ্বলে চিরন্তন রাতে।
মানবতার প্রতিমা, সেবার চিরন্তন দীপ,
ডাঃ মতিলাল বর্মন—নাম নয়, গুণাবলীর জীবন্ত মীপ।
-----------------------------------------------


০৫-১১-২০২৫

No comments:

Post a Comment