হে জালিম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
হে জালিম! ওঠো না দাপটে, নয়তো ঝড় বইবে,
মাটি-আকাশ চিৎকার করবে, দুঃশাসন তোমায় ছুঁবে।
অন্যায়ের দেউল ভেঙে যাবে, কোরআন শিখায়,
সত্যের আগুনে দম্ভ তোমার চূর্ণ হবে বারবার।
হে জালিম! শোনো বিদ্রোহের ঝাঁঝালো ডাক,
নির্দোষের রক্তে লেখা হবে তোমার কুপ্রতাপ।
ধৈর্য ধরো বলে হাদিস, সত্য জয়ী হবে,
বিপ্লবী হৃদয় দমনে পারবে না দুঃশাসকের তেজ।
হে জালিম! অন্ধকারে দাপট করো না, আলো আছে কোণে,
যে শাসন অন্যায়ে বাঁধা, সে দিনের শেষে ধূলিতে মিলবে।
নির্দোষের কান্না, শোষণের ক্রন্দন চূর্ণ করবে তোমার তলোয়ার,
আল্লাহর ন্যায়ে উঠবে বিপ্লব, ভেঙে যাবে জালিমের বাঁশি।
হে জালিম! মাথা নোও না দম্ভে, প্রলয় অপেক্ষা করছে,
নবীর হুকুম—“সত্যের পাশে থাকো, অন্যায় চিরস্থায়ী নয়।”
তোমার ক্ষমতা কেটে যাবে, আর থাকবে না প্রতারণার ঠাঁই,
বিপ্লবী শব্দে ধ্বনিত হবে, শান্তি ছড়াবে ধরণায়।
হে জালিম! ভয় করো, অনুতাপ জাগাও অন্তরে,
কোরআনের আলো দেখাও, দুঃশাসন হোক না দীর্ঘায়ু।
হিসাবের দিন কাছে, সে দিন হবে চূড়ান্ত,
যে শাসনই করো, আল্লাহর ন্যায়ে ধূলিসাৎ হবে অব্যাহত।
হে জালিম! দেখো তোমার দাপটে কি ভয়াবহ অগ্নি,
নদী-মাটি কাঁপছে, নিপীড়িতের রক্তে চূর্ণ।
তোমার রাজ্য হবে ধূলি, তোরণ ভেঙে পড়বে,
সত্যের আগুনে পুড়ে যাবে দুঃশাসকের দেহ।
হে জালিম! প্রতিশোধের তান্ডব ঘরে ঘরে বাজে,
অন্যায়ের খোঁজে দাঁড়াবে কেউ পারবে না।
তোমার দুঃশাসন হবে ইতিহাসের লজ্জা,
প্রলয়প্রেমী বিচার তোমায় শিখাবে শিক্ষা।
হে জালিম! ভয় করো, অনুতাপ আনো অন্তরে,
কোরআনের আলো দেখো, অন্যায়ের পথ শেষ হয়েছে।
নিশ্চয়ই চূড়ান্ত হিসাবের আগুন তোমাকে পোড়াবে,
অন্যায়ের শক্তি শূন্যে মিলিয়ে যাবে চিরদিনের মতো।
হে জালিম! জেগে উঠেছে অগ্নির নদী,
বিদ্রোহী হৃদয় ঝরছে বজ্রধ্বনি।
তোমার দখল কাঁপবে, অন্ধকার ছিঁড়ে যাবে,
সত্যের পতাকা উড়ে যাবে, ন্যায়ের রথে।
হে জালিম! আর থাকো না দম্ভে, বিদ্রোহ চরমে,
নবীর আদেশ—সত্যের পাশে দাঁড়াও।
প্রলয় আগুনে পুড়ে যাবে দুঃশাসনের দেউল,
বিপ্লবী তরঙ্গ উঠবে, ন্যায়ের জয় চিরস্থায়ী হবে।
----------------------------------------------------------
০৫-১১-২০২৫
No comments:
Post a Comment