Wednesday, November 5, 2025

জনতার পিঠে ছুরি

 জনতার পিঠে ছুরি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

জনতার পিঠে ছুরি, রক্তে লেখা বিপ্লব,
দুর্নীতি লুটতরাজে সব শহর-গ্রাম ভেঙে ত্রাস।
শাসকের জুলুমে জ্বলে অগ্নি আশা,
অত্যাচারের ছায়ায় নিভে না প্রাণের ভাষা।
কাঁধে হাতকড়ি, গলায় নীরবতার দৃষ্টি,
নির্যাতিতের চোখে জাগে বিদ্রোহের শিখা ক্ষণিক।

ফ্যাসিবাদ, স্বৈরবাদ, মববাদের তাণ্ডব,
ভয়ঙ্কর নীরবতা গড়ে দেয় জনতার বাঁধব।
ভোট চুরিতে লেখা শূন্য, স্বপ্ন ভেঙে যায়,
সাম্প্রদায়িক আগুনে সব সেতু ঝড়ে ভাসে ছায়ায়।
দেশবিরোধী চক্রান্তে থমকে যায় শান্তির ধারা,
কর্মহীন কলকারখানায় বাজে হতাশার হারা।

সিন্ডিকেট, চাঁদাবাজি, দখলবাজ দাপট,
রক্ত চুষে খায় ক্ষমতার ভোজে মানুষের দ্যাপট।
জেল জুলুম হুলিয়ায় কাঁদে নিরীহ প্রাণ,
জনতার কণ্ঠে জাগে বিদ্রোহের ধ্বনি মহান।
শ্রমিক-গ্রাম-নাগরিক হোক এক অটল শক্তি,
হাত মিলাও, দাঁড়াও, বিপ্লবের ডাক ডাকো শক্তি।

জনতার পিঠে ছুরি ভাঙবে, শৃঙ্খল ছিন্ন হবে,
স্বাধীনতার মাটিতে সত্যের পতাকা উড়ে গর্বে।
তীব্র বিদ্রোহের সুর বাজুক সব গলায়,
কণ্ঠে ন্যায়, হৃদয়ে সাহস—শক্তির ঝড় হোক ছলায়।
অপরাজিত আত্মায় জ্বলে উঠুক দেশপ্রিয় আলো,
প্রহরের মতো দাঁড়াও, আর হবে না অন্যায়ের শ্যালো।
--------------------------------------------------------


০৫-১১-২০২৫

No comments:

Post a Comment