Tuesday, November 4, 2025

নেতা নির্বাচন

 নেতা নির্বাচন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

হে জনতা! ভোরের বাতাসে শোনো!
নেতা নির্বাচন নয় খেলা, নয় ছলকানো!
সত্যিক নেতা হবে ধ্রুব, ধর্মে অটল,
ভয় শুধু আল্লাহর, অদম্য ন্যায়ের পথে চল।

পথ আল্লাহর, নেতা হোক অদ্বিতীয়,
অন্যায়ের আঁধারে নয়, নয় ভয়ঙ্কর ভয়ানক!
ক্ষমতার দায়িত্ব ভারী, হাদিস বলে স্পষ্ট,
অন্যায় করিলে অভিশাপ ঘনীভূত, হবে ভারী।

অহংকার নয়, নয় ধন-লোভ,
জনতার কল্যাণে হোক জীবন-প্রেমের ধ্রুব!
ভোটের দিনে চোখ খোলা রাখো,
নেতা বাছাই করো—সত্যের প্রভাত হোক ধ্রুব!

সত্য, ন্যায়, সততা—হোক তার বুকে,
ধর্মনিষ্ঠা হোক প্রেরণা, আল্লাহর ভয় হোক তার বুকের রাশ্মি!
ভোটের জয় হোক অমলিন,
জনতার কল্যাণ হোক ধ্রুবপদ্মে, অটল, অদম্য, আল্লাহ’র সুরে!

নেতার অঙ্গীকার হোক জনতার প্রিয়,
ধ্বনি হোক বিদ্রোহী, বুকে হোক ধ্রুব সীয!
নির্ভীক হোক সে, অদম্য হোক তার মন,
জনতার কল্যাণ হোক সর্বশেষ, হোক জয় অমলিন!
-------------------------------------------


০৪-১১-২০২৫

No comments:

Post a Comment