বিবাহ-বিচ্ছেদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************************
বাঁধা জীবন, প্রেম ও দায়িত্বের সেতু।
কোরআন বলে—তালাক সর্বশেষ পন্থা।
ধৈর্য ধরো, পরামর্শ নাও আগে।
মুহাব্বতের আলো জ্বালো চিরন্তন পথে।
প্রেম নয় শুধু আবেগের ঝড়।
রাসূলের বাণী—শৃঙ্খলা, উদারতা, সদাচার।
দাম্পত্যের দীপ জ্বালো ন্যায়ের আলোতে।
হে নারী, হে পুরুষ, মিলিত হও সত্যে।
প্রথম তালাক দিলে, সময় দাও।
তিন মাস ভাব, সন্তানের কল্যাণে যত্ন।
অর্থ, স্নেহ, সমানভাবে বিতরণ করো।
হাদিস বলে—বিচ্ছেদের সময় ন্যায়ের পথে।
দ্বিতীয় তালাক হলে, পরামর্শ নাও।
তৃতীয় তালাক দিলে, চূড়ান্ত বিচ্ছেদ।
আইন, নিয়ম, ন্যায়—সব মেনে চলো।
বিচ্ছেদ শেষে ক্ষতি নয়, শিক্ষা আসে।
দায়িত্ব থাকুক, সন্তানের অধিকার রক্ষা।
অর্থনৈতিক সহায়তা, স্নেহ—সব নিশ্চিত করো।
ক্ষমা, ন্যায়ের দীপ, সদিচ্ছা জ্বালো।
ভালোবাসা, ধৈর্য, ন্যায়ের আলোয় জীবন সাজাও।
কোরআন নির্দেশ, হাদিস চিরন্তন দিকনির্দেশ।
বিদ্রোহ নয়, শিক্ষা ও দায়িত্ব শিখাও।
হে মানুষ, হে নারী, শৃঙ্খলা মানো নির্ভয়ে।
জীবন সাজাও, ভালোবাসা ও ন্যায় আলোয়।
-------------------------------------------------
০৪-১১-২০২৫
No comments:
Post a Comment