Tuesday, January 22, 2019

তাহলে সব কি মিথ্যে?


                                      ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
বিশ্বাস কর, কখনো চাইনি
কখনো চাইনি তোমার বাগানে ঢুকতে, কি আর করবো বলো-
তুমি এমনভাবে পাঁপড়ি ছড়ালে !
ফুলগুলো যেন চেয়ে আছে, শুধু চেয়ে আছে অলপক চেয়ে আছে
কি যেন বলছে আমাকে
একটু কাছে যেতেই—
এতো সৌরভ -সুবাস কখনো পাইনি আমি, যতটা না তুমি-
তাহলে সব কি মিথ্যে?
-------------------------------22-01-2019 ।



1 comment: