Monday, November 3, 2025

কেমন চাই তোমাকে, হে নেতা

 কেমন চাই তোমাকে, হে নেতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*************************************

হে নেতা! লাল-সবুজ চেতনার অদম্য সৈনিক,
মুক্তি যুদ্ধে অগ্রসেনা, অগ্নি বীর বাঙালি!
অন্ধকার ঝড়ে মাথা নত হবে না কখনো,
বজ্র কণ্ঠে বলবে—“আমি বাঙালি, আমি বাংলাদেশী!”

ন্যায়ের শাসক, সত্যের অবিচল কান্ডারী,
দুর্নীতি, দখল, চাঁদাবাজি—দূরে হোক ধ্বংস।
স্বৈরাচার, ফ্যাসিবাদ, মববাদের পথ হবে শূন্য,
দেশদ্রোহী, বিশ্বাসঘাতক—শাসনে আসবে না কখনো।

জনতার অধিকার ফিরবে তোমার তলে,
বৈষম্য ভেঙে যাবে, সত্যের দীপ জ্বলে।
লাল-সবুজ পতাকা উঁচু, নিরাপদ, গর্বিত, উজ্জ্বল,
দেশপ্রেমে প্রতিটি দিন হবে নতুন, অমলিন, অপ্রতিরোধ্য।

শহরে, গ্রামে, নদী তীরে, মাঠ-ঘাটে,
গর্জে উঠবে স্লোগান—“আমাদের নেতা, সাহসী, সত্যনিষ্ঠ!”
রণাঙ্গনে জাগুক অগ্নি, ভয়কে ভস্ম কর,
শিশু, যুবক, বৃদ্ধ—সবাই হবে তোর পক্ষে।

অপরাজেয় স্বপ্নে লাল সবুজের বিজয় হোক চিরকাল,
শত্রুর ভয়, জনতার আশা—সব একসঙ্গে জ্বলে, জ্বলে চিরকাল।
হে নেতা! গর্জে উঠো, ঝাঁঝালো, বলবান চিত্তে,
সত্য, ন্যায়, স্বাধীনতা—সব তোর তরে হবে অমলিন।
-------------------------------------------


০৩-১১-২০২৫

No comments:

Post a Comment